শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যগিরি আশ্রমের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ যুগ যুগ ধরে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আহলে বায়তে রাসুল(দঃ) এর কোরবানী চিরস্মরণীয় মুজিব শতবর্ষ স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ, ইমাম হোসাইন (রাঃ)’র শাহাদাতের মাধ্যমে হক ও বাতিল এবং মুনাফিক এর পরিচয় পাওয়া যায় মাইজভান্ডার দরবার শরীফে ১১ মহরম ১৮ জুলাই শোহাদায়ে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত. বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান আগামী ২৬ জুলাই সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ প্রিয় নবি (সাঃ) উম্মতের জন্য কারবালার ময়দানে আহলে বাইতের কুরবানী সর্বোচ্চ ত্যাগ এর শিক্ষা দেয়” লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সংলাপ ২০২৪ শুরুঃ
নোটিশ :

সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব সু সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্ছাকল্পতরু মহাযোগীরাজ শ্রীশ্রী মৎ স্বামী গুরুদাস পরমহংস ফকির বাবাজীর ২০৯ তম আবির্ভাব ও ১২৭ তম তিরোধান উপলক্ষে মাঘীপূর্ণিম উৎসব গত ২৪ ও ২৫ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারী দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ঊষাকীর্তন,মঙ্গলারতি,সমবেত গীতাপাঠ,বিশ্বশান্তি যঞ্জ,ধর্ম রসামৃত আলোচনা সভা,আলোচনা সভা,ধর্মীয় সংগীতাঞ্জলী ও নামযঞ্জের শুভ অধিবাস।সমস্ত অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শ্রীমৎ দেবানন্দ যতি মহারাজ,সার্বিক সহযোগীয় ছিলেন শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী,গীতা পাঠে অংশগ্রহন করেন শ্রীমৎ প্রসিদ্ধানন্দ মহারাজ,শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ প্রমুখ।বিকাল ৩ঘটিকায় মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় ওপরেশ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রধান করেন সাংসদ জনাব খাদিজাতুল আনোয়ার সনি মহোদয়,প্রধান আলোচক ছিলেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী,উদ্ভোদক ছিলেন নাজিরহাট পৌর মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বখতেয়ার সাইদ ইরান,জনাব জাফর আলম,প্রমুখ।গুরুদাস বাবার ভক্তদের মধ্যে সর্বশ্রী দীপু বনিক,সুমন কুমার বনিক,প্রদীপ রায়,সাংবাদিক শ্যমল নন্দীঅর্জুন নাথ,বনফুল বনিক,সুলোচন দে,প্রকাশ৷ রায়,সুজন ভট্টাচার্য, সুমন ধর,আদিত্য সৈকত,শাওন বনিক,রাহুল নাথ,জয়পদ চন্দ,কৃপাল ধর,প্রতাপ রায়,পংকজ নাথ,সনজয় ধর,রাজীব ধর,বর্ষন বনিক প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন,মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি না হলে কখনো কল্যান সাধন হয় না।তাই মানব সমাজ বিনির্মানে ঐক্যের বিকল্প নেই।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা