শনিবার, ১০ জুন ২০২৩, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সেতু মন্ত্রণালয়ের সচিবের নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শন শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী- পেয়ারুল ইসলাম নীলফামারী জলঢাকা উপজেলার চার নং গোলনা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মোঃ জামিয়ার হোসেনের টাকা আত্মসাত। নিজের মায়ের কাছ থেকে প্রতারণার শিকার জামিয়ার ইসলাম। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠিত বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র রাজধানী ঢাকার উত্তরায় অফিস উদ্বোধন, শোক সংবাদ শোক সংবাদ আমেরিকায় গাউসিয়া হক কমিটির ব্যবস্থাপনায় ‘শোহাদা-ই-কারবালা মাহফিল’ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন এর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার 24 এর শোক প্রকাশ, গলায় লিচুর বিচি আটকে ৭মাস বয়সী শিশুর মৃত্যু! বীরগঞ্জে কৃষি মেলা-২০২৩ইং এর শুভ উদ্ভোধনঃ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ১৩ তম বর্ষপূর্তি ২০২৩ইং সম্পন্ন।
নোটিশ :

সুন্দরপুর বড় ছিলোনিয়া হযরত নজীর আহমদ শাহ আল মাইজভান্ডারী(রহ).দরবার শরীফে মহান ১০ই ফাল্গুন উদযাপন।

Exif_JPEG_420

চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার১০নং সুন্দরপুর ইউনিয়নে বড়ছিলোনিয়া গ্রামে মহান ১০ই ফাল্গুন বিলবেরাসত গাউসুল আজম, কুতুবুল আকতাব শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর অন্যতম খলিফা, নূর-এ-মাইজভান্ডারীর গ্রন্হের রচয়িতা হযরত নজীর আহমদ শাহ আল মাইজভান্ডারি (রঃ) ৪৭তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে সুন্দরপুর বড় ছিলোনিয়া হযরত নজীর আহমদ শাহ আল মাইজভান্ডারি(রহ) দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে,উক্ত ওরশ শরীফ উপলক্ষে বড় ছিলোনিয়া হযরত নজীর আহমদ শাহ আল মাইজভান্ডারী(রহ).দরবার শরীফ এর আওলাদগণের পক্ষ হতে বহু কর্মসূচি মধ্যে ছিলো খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, আলোচনা সভা মিলাদ শরীফ,ও মাহফিলে সেমা,এতে মিলাদে মোস্তফা তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ পাঠ করেন মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শফিউল আজিম সুমন মাহফিলে সেমা পরিবেশন করেন মোঃ ইমরানুল হুদা(ইমরুল কাওয়াল) ,উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরী আশ্রম শাখার সম্মানিত সভাপতি বাবু বরুন কুমার আচ্যার্য(বলাই)মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য জনাব আবু সাহাদাত মোহাম্মদ সায়েম সুমন.মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাবুনগর শাখার সভাপতি জনাব মাওলানা আবুল বশর সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দেশে বিদেশের ও জ্যোতি ফোরামের বিভিন্ন শাখার কর্মকর্তা সদস্য ও অসংখ্য আশেকানে মাইজভান্ডারিবৃন্দ, সর্বশেষ আখেরী মোনাজাত পরিচালনা করেন সুন্দরপুর বড় ছিলোনিয়া হযরত নজীর আহমদ শাহ আল মাইজভান্ডারি(রহ)দরবার শরীফের অন্যতম যোগ্য আওলাদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ নাজমুল হুদা সাহেব।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা