মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত মাইজভান্ডার শরীফ

গত ১৯ অক্টোবর’২৩ মাইজভাণ্ডার শরিফ পরিদর্শন করেন। বাংলাদেশে অবস্থানরত খ্রিষ্ঠান ধর্মালম্বীদের প্রধান আর্চবিশপ লরেন্স সভ্রাত হাওলাদার সিএসসি, সিবসিবি খ্রিষ্টান ঐক্য ও আন্তঃ ধর্মীয় সংলাপ কমিশনের সচিব ফাদার প্যাট্রিক গমেজ, ৮ ডায়সিসের ৮ জন সমন্বয়কারী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ৫৯ জন ব্যাক্তি পরিদশন করেন। তাহারা হযরত গাউসুল আযম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র বাবাজান কেবলা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র, অছিয়ে গাউসুল আযম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র, বিশ্বঅলি শাহানশাহ হজরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাজার শরিফ পরিদর্শন করেন। পরবর্তীতে গাউসিয়া হক মনজিলে দুপুরের খাবার গ্রহণ করেন এবং মাইজভাণ্ডারী ত্বরিকাহ নিয়ে তাঁহারা জানার আগ্রহ প্রকাশ করলে মাইজভাণ্ডারী সুফিজম, তৌহিদে আদ্বিয়ান, উসুলে সাবা, আদলে মোতলক, মাইজভাণ্ডারী ঐশী প্রেম, সকল ধর্মের সহস্থানে শান্তিপূর্ণ জীবন যাপনসহ নানা বিদ বিষয় নিয়ে গোল টেবিল আলোচনা হয়। এই সময় তাঁহারা মাইজভাণ্ডার শরিফের ভুয়সী প্রশংসা করেন। এই সময় তাঁহারা সাক্ষাৎ করেন অছিয়ে গাউসুল আযম শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র এর কনিষ্ঠ পুত্র, গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সাথে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর সচিব এ ওয়াই এম জাফর, ট্রাস্ট এর প্রসাশনিক সমন্বয়ক তানভির হোসাইন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ আবুল কালাম, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব এস এম তানজীদ হোসাইন, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মাওলানা সাইদুল ইসলাম, গাউসিয়া হক মনজিলের কর্মকর্তা মাসুদুল করিম, সাহাবুদ্দিন, শাহানশাহ হযরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাজারের খাদেম মাওলানা হাবিব উল্লাহ সিকদার, সাংবাদিক লায়র ডা: বরুণ কুমার আচার্য বলাই, সমি নন্দী, মোহাম্মদ তামজিদ হোসাইন, তানভীর হোসাইন, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা, এস জেড এইচ এম ট্রাস্ট।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা