রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন আশেকানে হক ভান্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক মাহফিল সম্পন্ন মাইজভান্ডারী একাডেমির আয়োজনে বোস্টনে ” সুফি দৃষ্টিভঙ্গি শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
নোটিশ :

শোকর এ মওলা মন্‌জিলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্নঃ

গত ২৮ এপ্রিল ২০২৩ ইং, শুক্রবার সন্ধ্যা ৭টা হতে আশেকানে হক ভাণ্ডারী,শোকর এ মওলা মন্‌জিলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী, মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, রিসালাতুন নাজাত গ্রন্থের রচয়িতা, জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, বর্তমান বিশৃঙ্খল ও নৈতিক অবক্ষয়ের যুগে মাইজভাণ্ডারী ত্বরিকা এসেছে মানুষের মধ্যে খোদা প্রেম জাগ্রত করে মুক্তির পথে ধাবিত করতে। রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) এর আদর্শ অনুসরণের মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে আহ্বান জানান।
সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে এই মহতি অনুষ্ঠানে সঞ্চলনার দায়িত্বে ছিলেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্‌জিলের সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সৈয়দ আশরাফ, নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন হুমায়ুন রশিদ ফয়সাল, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোঃ নেজাম উদ্দিন। এতে বক্তব্য রাখেন আশেকানে হক ভাণ্ডারী,শোকর এ মওলা মন্জিলের সহ-সভাপতি মোঃ এহসান উল্লাহ।
যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ ফয়সালের বিদেশ গমন উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রতি তার অপরিসীম অবদান ও গুরুত্বের কথা তুলে ধরেন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফ। বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আনোয়ার, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আজম, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জয়নুল আবেদীন তাওরাতসহ আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্‌জিল ও জ্যোতি ফোরামের সকল পদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ কিয়াম, সেমা মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা