মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

শুভ অভিষেক অনুষ্ঠান ১৩ অক্টোবর শ্রী শ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঙ্গলিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে,

“বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ -নাজিরহাট পৌরসভা শাখার” শুভ অভিষেক অনুষ্ঠান ১৩ অক্টোবর শ্রী শ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঙ্গলিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে ৷ শ্রী শ্রী সুয়াবিল সিদ্ধাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দেবানন্দ যতি মহারাজ কতৃক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বেদমন্ত্র পাঠ ও মন্দিরের বিগ্রহে মাল্যদানের মধ্য দিয়ে শুভ অভিষেক অনুষ্ঠানের শুভসূচনা হয়।শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানে শারদীয় আগমনী বার্তা প্রদান করেন ধর্মীয় আলোচক ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।।পরিষদের সভাপতি প্রদীপ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৌরভ পালের সঞ্চালনায় শুভ অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার সম্মানিত মেয়র জনাব লায়ন এ কে জাহেদ চৌধুরী মহোদয়। উক্ত শুভ অভিষেক অনুষ্ঠানে শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্ভোদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ – কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. প্রিয়রঞ্জন দত্ত।এই সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড উত্তম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব হারেছ মিয়া, পৌর আওয়ামীযুবলীগের সভাপতি মো: হাসান, কমিশনার মোস্তফা কামাল, গাজী আমান উল্লাহ আমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায় সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, ভুজপুর থানা পূজা পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক রনজিত শীল,বাগীশিক সভাপতি ও অভিষেক অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সুমন কুমার বণিক, ড.শ্রীবাস ভট্টাচার্য, এড মিহির দে,লায়ন বরুণ আচার্য্য,রুপন ভৌমিক,সঞ্চয় ধর,ডা মানিক নাথ,প্রিয়রঞ্জন ভট্টাচার্য, রবিন পাল, মানস চক্রবর্ত্তী,আদিত্য সৈকত, ডা লিটন চক্রবর্ত্তী।নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. প্রিয়রঞ্জন দত্ত। প্রধান অতিথির বক্তব্যে আসন্ন শারদীয় দূগাপূজা সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য রাস্তাঘাট মেরামত করার জন্য পৌরসভার পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান। পাশাপাশি ১০টি পূজা মন্ডপের জন্য পৌরসভা পক্ষ থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করার ঘোষণা দেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল পাল,প্রানেষ চক্রবর্ত্তী,হরিলাল নাথ,ভবিরঞ্জন নাথ, সঞ্চয় ধর,সঞ্জীব চৌধুরী, জয় হাজারী,অনুপ ধর, উজ্জ্বল নাথ,কিরন ধর,আকাশ চৌধুরী,রবি দে, ক্লিনটন চক্রবর্ত্তী,লিংকন পাল,হৃদয় সরকার,শিমুল চক্রবর্ত্তী, রনি পাল,সবুজ সরকার,রিটু চক্রবর্ত্তী,কেশব সরকার, সঞ্জয় নাথ,সাজু নাথ,শান্তু পাল,বিকাশ পাল,সঞ্জয় নাথ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা