বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ২৬ আশ্বিন উপলক্ষে SZHM ট্রাস্ট’র ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ১৬ নং চকবাজার ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সৈয়দ সাদ উদ্দীন মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী ৬ অক্টোবর সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে, প্রিয়নবী(দ) শানে বেয়াদবি ও কোরআন ও ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে সকলকে দুরে থাকতে হবে,—উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫-বি-৪ বাংলাদেশ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসের কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শোকর এ মওলা মন্জিলে জসনে ঈদে মিলাদুন্নবী(দ) ও বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারী(ক)এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,,
নোটিশ :

শাহসুফি সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রহ.)’র ৩য় ওফাত বার্ষিকী সম্পন্ন

গাউছে জামান মুফতিয়ে আজম শাহসুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র প্রিয় নাতি শাহসুফি সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রহ.)’র ৩য় ওফাত বার্ষিকী ও ফরহাদাবাদ আমিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও হেফজখানার দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজিমুশ্শান মাহফিল পীরে তরিকত শাহসুফি মওলানা সৈয়দ সফিউল বারী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ৫ আগস্ট শনিবার ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। মওলানা গোলাম মোস্তফা আবুল মনসুর ও মইনুল হোসেনের সঞ্চালনায় মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর মহামন্য আওলাদে পাক শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ আহমেদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ হোছাইন সাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী। মাহফিলে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন শাহজাদা সৈয়দ নুরুল আলম ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার শাহজাদা সৈয়দ রিদুয়ানুল আমিন। আওলাদে ফরহাদাবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান, শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোছাইন। সম্মানিত খোলাফায়ে মাইজভান্ডারীর আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরি, সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরি, সৈয়দ ফোরকানুল হক আমিরি, সৈয়দ আরিফুজ্জমান আমিরি, সৈয়দ মোরশেদুজ্জমান আমিরি, সৈয়দ আমির উদ্দিন আমিরি, শাহজাদা মুহাম্মদ রাশেদুল আলম, মওলানা মুহাম্মদ আশরাফুজ্জমান আমিরি, শাহজাদা সৈয়দ সাকলায়েন মাহমুদ, আল্লামা জাফর সাদেক আল আহাদী। সম্মানিত আলোচক ছিলেন আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা আহমদুল হক মাইজভান্ডারী, আল্লামা ওমর ফারুক নঈমী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ বাকের, সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মওলানা মোফাক্কেরুল ইসলাম, মওলানা শেখ আরিফুর রহমান, মওলানা তানজিদ হোসেন, সাফায়াতুল ইসলাম সাবাল, সৈয়দ ইরফান মির্জাপুরি, মিল্লাত হোসেন, মাস্টার এনামুল হক, আমিন উল্লাহ, হোসাইন মনজুর, নুরুল ইসলাম, গোলামুর রহমান রাজু, শেখ মুহাম্মদ হাসানসহ বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক। মিলাদ কিয়ামের পর মুনাজাত করেন আল্লামা জাফর সাদেক আহাদী। সর্বশেষ সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা