লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন গাজী মো. আবু জাফরের সভাপতিত্বে সিএলএফ ভবনস্থ প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রাক্তন গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া পিএমজেএফ ও লায়ন আলহাজ্ব নুরুল ইসলাম এমজেএফ।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমদ (অপু) এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন আবু মোরশেদ। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারম্যান লায়ন মো. হুমায়ুন কবির, রিজিয়ার চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জোন চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির।
ক্লাব ডাইরেক্টর লায়ন মো. এয়াকুবের আনুগত্যের শপথের মাধ্যমে ও সেক্রেটারী লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারম্যান ও ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জানে আলম, জোন চেয়ারম্যান লায়ন মো. সেলিম সিকদার, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন মো. কামাল উদ্দিন, লায়ন অ্যাডভোকেট এমএ কাশেম প্রমুখ।