বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ২৬ আশ্বিন উপলক্ষে SZHM ট্রাস্ট’র ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ১৬ নং চকবাজার ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সৈয়দ সাদ উদ্দীন মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী ৬ অক্টোবর সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে, প্রিয়নবী(দ) শানে বেয়াদবি ও কোরআন ও ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে সকলকে দুরে থাকতে হবে,—উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫-বি-৪ বাংলাদেশ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসের কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শোকর এ মওলা মন্জিলে জসনে ঈদে মিলাদুন্নবী(দ) ও বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারী(ক)এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,,
নোটিশ :

লাখো আশেক-ভক্তের উপস্থিতিতে গাউসুল আযম মাইজভান্ডারীর ১১৭তম উরস শরিফ পালন

লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ)-এর ১১৭তম উরস্ শরিফ আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার মাইজভান্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভান্ডারী’র গাউসিয়া হক মন্জিলে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আগেরদিন বা’দ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগেরদিন ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। এদিন (৯ মাঘ) ফটিকছড়ি উপজেলাধীন ৬২টি এতিমখানার ২৭৯১ শিক্ষার্থীদের একবেলা খাবার বিতরণ এবং রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।
গাউসুল আযম মাইজভান্ডারী (ক.)’র ১১৭তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ)। উরস্ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উরস এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ৪টি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র প্রদর্শনী, উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। ১১ মাঘ ২৫ জানুয়ারি বুধবার সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত সাহেব কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে উরশ শরীফের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।
ক্যাপশন: ১১৭তম উরস শরিফ উপলক্ষে গাউসুল আযম মাইজভান্ডারী রওজা জিয়ারত করছেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা