চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রাউজান পৌরসভার দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট এলাকার ইমন(১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৯-০২-২০২২ইংরেজী(শনিবার) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত করতে গেলে মাদ্রাসার রান্নাঘর হতে কীটনাশক ও স্প্রে মেশিন উদ্ধার করেছে এবং এর নিচে একটি প্লাস্টিকের চেয়ার ও উদ্ধার করেছে। এদিকে মাদ্রাসা অঙ্গন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হলেও ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা নষ্ট বলে দাবি করেছে কর্তৃপক্ষ।নিহত ইমন ভুজপুর থানাধীন নারায়ণহাট ইউপির আলিয়ার ছোলা গ্রামের দিনমজুর মোহাম্মদ আবছারের ছেলে।