মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র উদ্যেগে অত্র মাদ্রসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)’র অনুমতিক্রমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে এক জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৯টায়
মাদ্রাসা ময়দান হতে জসনে জুলুস আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।
বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন, মাওলানা মুহাম্মদ জাহেদ উদ্দিন, মাওলানা মুহাম্মদ তাকরিম উদ্দিন।
বক্তারা বলেন, প্রিয় নবী (দঃ) -এর জীবন থেকে আদর্শ গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা-ই পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) এর শিক্ষা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদ্স্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ রাশেদুল করিম, উম্মে খায়ের সানজিদা, শফিউল আজম চৌধুরী, জনাবা উম্মুল ওয়ারা, নুরুল করিম চৌধুরী, সবুজ চন্দ্র, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ রবিউল হোসেন, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ মনসুর আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, জনাবা জোবাইদা বেগম,জোবাইদুন্নাহার,রাবেয়া সোলতানা, মাওলানা ওয়াহিদুল আলম, আকলিমা আকতার, মাওলানা হাফেজ এমরান প্রমুখ।
সকাল ৮ ঘটিকায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) -এর কার্যক্রম শুরু হয়। পরিশেষে আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।