বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ২৬ আশ্বিন উপলক্ষে SZHM ট্রাস্ট’র ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ১৬ নং চকবাজার ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সৈয়দ সাদ উদ্দীন মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী ৬ অক্টোবর সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে, প্রিয়নবী(দ) শানে বেয়াদবি ও কোরআন ও ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে সকলকে দুরে থাকতে হবে,—উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫-বি-৪ বাংলাদেশ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসের কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শোকর এ মওলা মন্জিলে জসনে ঈদে মিলাদুন্নবী(দ) ও বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারী(ক)এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,,
নোটিশ :

মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সহযোগিতায় গত ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব হতে চট্টগ্রাম, দেওয়ানহাটস্হ ভান্ডার মার্কেট তৃতীয় তলায় মাইজভান্ডার দরবার শরীফে আগামী ২০ রবিউল আউয়াল ০৬ অক্টোবর ২৩ ইং শুক্রবার সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ সুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম:) ছদারতে ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় মেহমানে আলা হিসাবে উপস্থিত ছিলেন
মহামান্য আওলাদে রাসুল, আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, নায়েব মোন্তাজেম শাহাজাদা সৈয়দ
#হোসেইন_রাইফ_নুরুল_ইসলাম_রুবাব_মাইজভাণ্ডারী (ম.)
বিশেষ মেহমান হিসাবে বক্তব্য প্রদান করেন
মহামান্য আওলাদে রাসুল, আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, নায়েব মোন্তাজেম শাহজাদা ডা: সৈয়দ
_হোসইন_সাইফ_নিহাদুল_ইসলাম_মাইজভাণ্ডারী (ম.)

এতে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব সৈয়দ মাহমুদুল হক যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী, সহকারী সচিব শফিউল আজম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ, সুফি মাসুদ আকবর আলহাজ্ব আব্দুল লতিফ চৌধুরী, ডাক্তার গাজী আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক সওদাগর , মাইনুল ইসলাম মিন্টু, মাওলানা বশির আহমদ, জেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ মইনুল হোসেন সাগর, সাহিল উদ্দিন, মোঃ মনসুর, ইমরান হোসেন ইমন, ইকবাল সহ জেলা,উপজেলা,আঞ্চলিক শাখা এবং দায়রার অসংখ্য খাদেমান মোত্তাবেয়ীনবৃন্দ। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দীয় পরিষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া ।সঞ্চালন করে
এস এম আনোয়ার হোসেন । পরিশেষে মিলাদ,কিয়াম,তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ এবং আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা