মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর ‘সাংগঠনিক সংলাপ-২০২৩’ আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর ‘পরিকল্পনা সেল’- এর এক জরুরী সভায় উক্ত সাংগঠনিক সংলাপের সফরসূচি ঘোষণা করা হয়। উক্ত সাংগঠনিক সংলাপ-এ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় পর্ষদ সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসীম চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। মাইজভান্ডারী গাউসিয়া হক মনজিল-এর সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা.)’র সদয় সম্মতিতে দেশে ও দেশের বাইরে যেখানে যেখানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর শাখা কমিটি গঠিত হয়েছে সেখানে সেখানে উক্ত সাংগঠনিক সফর অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় পর্ষদ ও পরিকল্পনা সেল-এর সদস্য মুজিবুর রহমান বাবুল, মো. সফিউল আজম নিজাম, ডা. মাসুদ, মোহাম্মদ রেজোয়ান সিদ্দিকী (উজ্জ্বল), মো. আশরাফজ্জামান, নাছির উদ্দিন প্রমুখ। সভায় দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।