গত ১২ই আগস্ট, রোজ শনিবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে ফটিকছড়ি ‘ক’ ও ‘খ’ জোনের কমিটি সমূহের “সাংগঠনিক সংলাপ-২০২৩” ফটিকছড়ি বিবিরহাটস্থ সানমুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী আলী নেওয়াজ ও মাস্টার দিদারুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি জনাব রেজাউল আলী জসীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সিনিয়র সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, সদস্য মোরশেদুল আমিন মোরশেদ, সদস্য মোঃ আজগর আলী, সদস্য আশরাফ সিদ্দিকী, সদস্য কাজী হারেছ, সদস্য জসীম উদ্দীন, সদস্য আবুল হাসেম, সদস্য আবুল মনসুর, সদস্য সিরাজুল হক।
সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুবুল আলম, মাস্টার খোরশেদুল আলম, আলমগীর আলম, দেলোয়ার হোসেন, নুরুল হুদা, আনিস উদ্দীন সোহেল, মাস্টার নাছির, দিদারুল আলম, আখতারুজ্জামান বাবর চৌধুরী প্রমুখ।
উক্ত সভায় আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্জিলের প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন, সহ-সভাপতি মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান লোকমান।