মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের উদ্যোগে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের আওলাদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত,

গত ০৪ অক্টোবর মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৫তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর ‘‘গাউসিয়া হক মন্জিল’’-এর উদ্যোগে ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিবসে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের পবিত্র আওলাদদের সাথে মতবিনিময় সভা নগরীর জিইসি মোড়স্থ একটি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওলাদে রাসূল (দ.) আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং এস জেড এইচ এম ট্রাস্ট এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। সভায় মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের পবিত্র আওলাদগণ উপস্থিত ছিলেন।
ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করা হয়।
সভায় মহান খলিফার আওলাদদের মধ্যে মাওলানা সৈয়দ ছগির আহমদ ওসমানী, আকবর হায়দার চৌধুরী, সৈয়দ আবুল মাকছুদ মোহাম্মদ মোতাছিম বিল্লাহ্ সুলতানপুরী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না, এস এম রাকিবুল কাসেম আশরাফি, সৈয়দ শফিউল গণি চৌধুরী, আবু মোহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপী, মাওলানা শায়েস্তা খান আযহারী, সৈয়দ জিয়াউল হোসাইন হফেজনগরী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ মাসুম কামাল আযহারী, সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, সৈয়দ আবদুল্লাহ্ আল নোমান, সৈয়দ মীর জসিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ শাখাওয়াত হোসেন গরিবী, মোহাম্মদ সালাউদ্দিন মাইজভাণ্ডারী, সৈয়দ মো. নেজাম উদ্দিন, মোহাম্মদ আবদুল কাদের, মোহাম্মদ গোলাম মওলা চৌধুরী, সৈয়দ কুতুব উদ্দিন হোবহান, কায়সার আহমেদ চৌধুরী, সৈয়দ শাহিনুর আজিজ খিতাবচরী, সৈয়দ আলী শাহ্ নিজামপুরী, এম আনোয়ার পারভেজ সিকদার. মোহাম্মদ মহিবুর রহমান মাসুম, মোহাম্মদ আকবর হোসেন, মাহমুদুর রহমান চৌধুরী, সৈয়দ গোলাম সরওয়ার. সৈয়দ মুহাম্মদ শাহীন, মাওলানা মোহাম্মদ এরশাদ উল্লাহ্ হামিদী, সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসাবইন, সৈয়দ মো. ইয়াকুব কাঞ্চনপুরী, ওয়াহিদুল আলম চৌধুরী, সৈয়দ এমদাদুল হক, সৈয়দ মোহাম্মদ শফিউল বশর, মোহাম্মদ আবু তাহের, সৈয়দ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবদুল ওয়াহেদ সহ অন্যান্য আওলাদগণ।
ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মহোদয় উপস্থিত আওলাদগণের সাথে মতবিনিময়কালে তাসাওউফের দৃষ্টিভঙ্গির আলোকে বর্তমান বিশ্ব সমাজে মাইজভাণ্ডারী দর্শনের ভূমিকা প্রসঙ্গে আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শায়েস্তা খান আযহারী।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা