গত ২৪শে আগস্ট বৃহস্পতিবার বাদে মাগরিব মাইজভাণ্ডার শরীফ হাসনাইন কমপ্লেক্সে অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী কতৃক ১৯৪৯সনে আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর অন্যতম কার্যক্রম দারুল এবলাগ(প্রচার জ্ঞান)এর আওতায় সাপ্তাহিক দারুত্-তালিম মজলিশ তথা দ্বীনি শিক্ষার নিয়মিত আসরের শুভ উদ্বোধন করেন, অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী কতৃক মনোনীত ও স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ) উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী (ম.)
উল্লেখ্য দারুত্-তালিম মজলিশের মধ্যে কুরআন হাদিসের বিষয় ভিত্তিক জ্ঞানচর্চার ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও মাইজভাণ্ডার শরীফে আগামী ১০রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি গ্রহণ করার তাগিদ দেওয়া হয় । মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জনাব মুহাম্মদ মাসুদ মাহমুদ, মুসলিম উদ্দীন, আফাজ উদ্দীন, মাওলানা মোহাম্মদ ইউসুফ, আলহাজ্ব আহমদ গণীসহ প্রমুখ । সবিশেষ মিলাদ শরীফ পাঠ হাফেজ সৈয়দ এমরান হোসাইন, বিশ্ব শান্তির মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।