বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ
নোটিশ :

মাইজভাণ্ডারী একাডেমীর সুফি সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদক:-
২০০২ সালে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টে’র বুদ্ধিবৃত্তিক উদ্যোগে সৃষ্ট ‘মাইজভাণ্ডারী একাডেমি’ একটি সুফি গবেষণামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকা, পবিত্র কোরআন, হাদীস ও নির্ভরযোগ্য ইতিহাস বিষয়ক গবেষণার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সুফিবাদের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় বিগত ২০১০ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজন করে আসছে। ইতোমধ্যে ২টি জাতীয় ও ৪টি আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করেছে। বিগত সম্মেলনসমূহে দেশবরেণ্য ও খ্যাতিমান উলামা মাশায়েখ ও শিক্ষাবিদ ছাড়াও মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, সুদান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশের সুফি স্কলারগণ উপস্থিত ছিলেন। এবারের ২ দিনব্যাপী ‘৭ম জাতীয় সুফি সম্মেলন’র মটো হিসেবে “উপমহাদেশের শান্তি সম্প্রীতি সুরক্ষায় দরবেশগণের ভূমিকাঃ বর্তমান প্রেক্ষিত” নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্স্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে দুই দিনে মোট চারটি একাডেমিক সেশনে উনিশটি প্রবন্ধ উপস্থাপন এবং শুরুতে উদ্বোধনী ও শেষের দিনে সমাপনী অনুষ্ঠান ও সুফি সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলন সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মাননীয় উপাচার্য প্রফেসর এম সিকান্দর খান। আজকের এই সংবাদ সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটার্স, সাউথ-ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমসের আলী, এস জেড এইচ এম ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম এমডি জাফর, ৭ম জাতীয় সুফি সম্মেলন উদযাপন পর্ষদের আহ্বায়ক ও চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, একই বিভাগের সহযোগি অধ্যাপক ড. হাফেজ মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুর্শিদুল আলম ও প্রভাষক মো. জিবরান আলম, প্রফেসর আবু তাহের, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব ও এস জেড এইচ এম ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম এবং ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা