চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
বোয়ালখালী উপজেলাধীন মৃত জহির আহমদ এর মেয়ে জেসমিন আকতারের সহিত একই উপজেলার মধ্যম ছৈয়দনগর বাড়ীর মৃত মো. শফি আহমদ চৌধুরী ইসলামী শরীয়া মোতাবেক ৩ ডিসেম্বর ২০২১ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বাভাবিক সংসার জীবন অতিবাহিত করলেও বিবাহের এক সপ্তাহের মধ্যে স্বামী নামক কালপুরুষের আসল চেহারা বেরিয়ে আসে জেসমিনের সামনে। ইয়াবাসেবী, জুয়াড়ী ও মাদকাসক্ত ফরহাদ বিবাহের সময় শশ্বর পক্ষের দেওয়া যৌতুকের টাকা ও স্বর্ণালংকার দিয়ে মাদকসেবন করে এবং জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়ে জেসমিনের উপর চালায় নির্যাতন। আরো ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে প্রতিনিয়ত জেসমিনের উপর যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। এতে জেনসমিন যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে কাঠের চৌকাঠ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে। এমতাবস্থায় তাকে আশপাশের প্রতিবেশিদের সহযেগিতায় জেসমিনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়। এসব ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান অবহিত করলেও কোন কার্যকর সমাধান না পাওয়ায় নির্যাতিতা জেসমিন নিরাপত্তাহীনতায় ভ‚গছিলেন। সর্বশেষ বিগত ৭ মার্চ মাদকাসক্ত ফরহাদ চৌধুরী ৫ লক্ষ টাকা পিত্রালয় থেকে আনার জন্য জেসমিনের উপর চাপ সৃষ্টি করে, কিন্তু জেসমিন যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে বেধড় মারধর করতে থাকে এবং জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে। জেসমিন নিরুপায় হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, চট্টগ্রাম এ মামলায় দায়ের করেন। এব্যাপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষে কামনা করেন। বর্তমানে জেসনিম প্রাণভয়ে স্বামীর ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.