শনিবার, ১০ জুন ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেতু মন্ত্রণালয়ের সচিবের নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শন শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী- পেয়ারুল ইসলাম নীলফামারী জলঢাকা উপজেলার চার নং গোলনা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মোঃ জামিয়ার হোসেনের টাকা আত্মসাত। নিজের মায়ের কাছ থেকে প্রতারণার শিকার জামিয়ার ইসলাম। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠিত বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র রাজধানী ঢাকার উত্তরায় অফিস উদ্বোধন, শোক সংবাদ শোক সংবাদ আমেরিকায় গাউসিয়া হক কমিটির ব্যবস্থাপনায় ‘শোহাদা-ই-কারবালা মাহফিল’ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন এর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার 24 এর শোক প্রকাশ, গলায় লিচুর বিচি আটকে ৭মাস বয়সী শিশুর মৃত্যু! বীরগঞ্জে কৃষি মেলা-২০২৩ইং এর শুভ উদ্ভোধনঃ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ১৩ তম বর্ষপূর্তি ২০২৩ইং সম্পন্ন।
নোটিশ :

বিশ্ব মানবতার মুক্তির জন্য গাউসুল আযম মাইজভাণ্ডারীর দিক-নির্দেশনা বিশ্বব্যাপী পৌঁছাবার তাওফিক কামনা-গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৭তম উরস শরিফের আখেরী মুনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

গত ২৪ জানুয়ারি বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৭তম উরস্ মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিলে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উরসে পৃথিবীর বিভিন্ন দেশ ও দেশের বিভিন্ন অঞ্চল হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে।গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৭তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত সাড়ে বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। মোনাজাতে রাব্বুল আলামীনের দরবারে বিচারসাম্য, উসুলে সাবআ, তাওহিদে আদইয়ান তথা হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারীর ত্বরিকতের শিক্ষাকে বিল হিকমত, আলা বাসিরাত যে দাওয়াত হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী পেশ করেছেন মানবের কল্যাণের লক্ষ্যে, মানবের মুক্তির লক্ষ্যে, বিশ্ব মানবতার মুক্তির জন্যে, সাম্য শান্তির একটি বিশ্ব নির্মাণের জন্যে, মুসলিম উম্মাহর মুক্তির জন্যে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা বিশ্বের দিকে দিকে পৌঁছে দেওয়ার তাওফিক কামনা করেন।
তিনি উরস শরিফ উদযাপনে জেলা পুলিশ, র‍্যাব, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যবৃন্দ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক ও সকল সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানান।
প্রধান দিবসের কর্মসূচির মধ্যে ছিল ৪টি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র প্রদর্শনী, উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। ১১ মাঘ ২৫ জানুয়ারি বুধবার সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত সাহেব কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সমাপ্ত হয়েছে উরস শরিফ উপলক্ষে ঘোষিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ১২ দিনব্যাপী কর্মসূচি।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা