চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার উদত ঝা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। যা ছিন্ন করার নয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক আত্নার। শুক্রবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উত্তর জেলা সংসদের উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদত ঝা বলেন, গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে জীবনের সবকিছু বিরাজমান। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেক পরিবার থেকে নৈতিক শিক্ষা শুরু করতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে কেউ বিপথে যাবে না। গীতা প্রচারে বাগীশিক এর কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেন তিনি। সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মাধ্যমে জামালখান বঙ্গবন্ধু হলে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক উওর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, উক্ত অনুষ্ঠানে মহান মঙ্গলপ্রদীপ প্রজ্জলক ছিলেন সীতাকুন্ড শীতলপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। আলোকিত অতিথি ছিলেন আর আর এফ, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রী বাবুল বণিক। মহান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক ফোরাম এর সভাপতি শ্রী শিবু প্রসাদ দত্ত, বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম শম্ভু দাশ। বাগীশিক উত্তর জেলা সংসদের উপদেষ্টা শ্রী নির্ম্মল কান্তি দেব, শ্রী মিলন কান্তি শর্মা, শ্রী দীপেন সাহা, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি নাথ রনি। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশীষ শর্মা। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাগীশিক উত্তর জেলা সংসদ এর পৃষ্ঠপোষক রতন দাশ, বাগীশিক কেন্দ্রীয় প্রচার সম্পাদক বিপ্লব দে পার্থ, মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডাঃ অপুর্ব ধর, দঃ জেলা সংসদের যুগ্ম সম্পাদক বিধান মিত্র। বাগীশিক উত্তর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক শিবু কুমার দাশ ও রাসকিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক গীতা পরীক্ষার আহবায়ক বাসু চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী স্বপন সাহা। উপস্থিত ছিলেন গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, বিপ্লব পাল চৌধুরী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, জুয়েল চক্রবর্তী, নিকু শীল, সবুজ পাল, পরিমল দাশ, সুজন চক্রবর্তী, ত্রিদীপ সাহা, ছোটন দাশ, পিংকু চন্দ্র নাথ, দেবব্রত গোলদার, সুভাষ চক্রবর্তী, শিউলি মজুমদার, মহিলা সম্পাদিকা মিনু দে, কানাই দেব, কৃষ্ণ আচার্য নোবেল, পুলক ভট্টাচার্য, রাসকীন চৌধুরী, উজ্জ্বল ভৌমিক, স্বপন সাহা, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক চন্দন নাথ, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন বণিক, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ রুপন শীল, সাধারণ সম্পাদক মিল্টন চক্রবর্তী, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দে, বাগীশিক সন্দ্বীপ উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সজিব মজুমদার প্রমুখ।