মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০২২ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ মুকুট, সনদপত্র বিতরণ ও উপদেষ্টা- পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন,,

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক)ফটিকছড়ি উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা -২০২২ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বর্ন, রৌপ্য, ব্রোঞ্জ মুকুট, সনদ পত্র বিতরন ও উপদেষ্টা -পৃষ্টপোষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শ্রী যুত সুমন বনিকের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মাস্টার পার্থ ঘোষ ও সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকতের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব সাহেব,উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন এড তরুণ কিশোর দেব,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীযুত কেশব দেব,প্রধান বক্তা বাগীশিক কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক এড. শুভাশীষ শর্মা,মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামতউল্লাহ চৌধুরী শাহিন, বিবিরহাট পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন, এড উত্তম কুমার মহাজন,স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মানস চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা বাবুল দেব,বাগীশিক উত্তর জেলা সভাপতি শুভাশীষ চৌধুরী,সম্পাদক মাষ্টার শিবু দাম,ড.শ্রীবাস চন্দ্র ভট্রাচার্য,বিশ্বজিৎ রাহা,মিহির চক্রবর্তী, লায়ন এড. জুয়েল চক্রবর্তী,প্রিয়াশীষ চক্রবর্তী,বাসু চৌধুরী,রাসকিন চৌধুরী,মাষ্টার বিষু ভৌমিক,মিন্টু চৌধুরী,এড. মিহির দেব,অধ্যাপক দয়াল রায়,শ্রী সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী,শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ,বাবু চিত্তরঞ্জন দেব, বিকাশ নন্দী, মাস্টার হারাধন দেব,ডা.বিশ্বনাথ দে,প্রকৌশলী কাজল শীল,ডা. স্বপন দত্ত, হিল্লোল দাস, বাবু চিত্ত রঞ্জন দেব,প্যানেল মেয়র গোলাপ মাওলা,ফটিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন,লিংকন চক্রবর্তী, রনজিত শীল,মাস্টার দিলীপ নমঃ,প্রিয় রঞ্জন ভট্টাচার্য, ডা.পরিতোষ ভট্টাচার্য, ডা.মিল্টন দে,হিমেল রায়,অর্জুন নাথ, সুজিত চক্রবর্তী,সমির কান্তি দে, ভবিরঞ্জন নাথ, প্রদীপ রায়, রবিন পাল, সৌরভ পাল
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সহ সভাপতি লিটন মহাজন ,যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস,উজ্জ্বল নাথ,ছোটন নাথ,বাবু অপু কুমার দে,রিপন শীল,প্রভাষক রুপন দাশ,জয়ন্ত দাশ ঝকি,বিজয় মুজমদার,বাবু সাধন চৌধুরী,ডা.মানিক নাথ,জুয়েল দেব,ঝুলন দেব (কৈলাশ),রাসেল দে,ইমন দেব বিদ্যুৎ,উজ্জ্বল শীল, বাসব দেব, মহিলা সম্পাদিকা অর্চনা আচার্য ও ইউনিয়ন ও পৌরসভা সংসদের মাষ্টার দেবাশীষ দেব, উজ্জল দে, অমিত ভৌমিক সৈকত, ব্যাংকার নান্টু, অনুপ ধর, বিকাশ দেব, রাজিব নাথ,যীশু দত্ত, সনজিত দে, প্রিয়ম চৌধুরী রাহুল,খোকন ওরাং, নিউটন দে, অন্তর দে,শুভ দাশ আবির, রুবেল ধর, অন্তু গুহ, টিটু মহাজন, রনজিত চক্রবর্তী, পলাশ চৌধুরী, সাধন নাথ, রানা ধর সহ গীতা প্রশিক্ষক,অভিভাবক ও পৌরসভা-ইউনিয়ন কমিঠির সকল স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাগীশিক ফটিকছড়ি ছড়ি সংসদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।তাঁরা বলেন, বাশীশিকের নিরলস কার্যক্রমের ফলে প্রতিটি সনাতনী গৃহে আজ গীতা ও নৈতিক শিক্ষার প্রসার বৃদ্ধি পেয়েছে।সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এই কার্যক্রম আরো বেগবান হবে।বক্তারা আরো বলেন কৃতি শিক্ষার্থীদের জন্য এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের ফলে গীতা শিক্ষার্থীদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগীতার ক্ষেত্র তৈরী করে বাগীশিক ফটিকছড়ি সংসদ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।উপস্থিত সকল অতিথি বৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন,বাগীশিকের এই মহতী কার্যক্রমে সর্বাত্মক পাশে থেকে গীতা ও নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাবেন।সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতঞ্জতা ও ধন্যবান জ্ঞাপন করেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা