১৪ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ,শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিঠি(বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান শ্রী শ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে সু সম্পন্ন হয়েছে।
সকাল নয়টায় শান্তির প্রতীক পায়রা,জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ফটিকছড়ি উপজেলা বাগীশিকের সভাপতি সুমন কুমার বনিক মহোদয়।
গীতা স্কুলের শিক্ষার্থীদের গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়।
বাগীশিক ফটিকছড়ি সংসদের নির্বাহী সদস্য পার্থ ঘোষের সঞ্চালনায় সজল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ টি এম পেয়ারুল ইসলাম সাহেব,মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহোদয়,উদ্ভোধক ছিলেন শ্রী ঝুন্টু চৌধুরী,প্রধান বক্তা পলাশ কান্তি নাথ (রণী),বিশেষ অথিতি ছিলেন প্রীতম চৌধুরী,শ্রী শুভাশীষ চৌধুরী,অধ্যাপক বনগোপাল চৌধুরী,মুক্তিযোদ্ধা বাবুল দে,তাপস চন্দ বাবু, প্রিয়রঞ্জন ভট্রাচার্য, ডাক্তার এস কে রায় নান্টু,শিবু দাশ,বাসু চৌধুরী,সাংবাদিক বরুন আচার্য্য বলাই,এড জুয়েল চক্রবর্তী,প্রিয়াশীষ চৌধুরী,রাসকিন চৌধুরী,সিনিয়র সভাপতি মাষ্টার মানস চক্রবর্তী,বাসব দেব,ডাঃ অজিত দে সুজন ,ডাঃ মানিক নাথ,আদিত্য দাশ সৈকত,অমর দে,জয়ন্ত দাশ জকি,মিন্টু নমঃ,ধনঞ্জয় দেবনাথ,রুবেল বিশ্বাস,শ্রীবাস বৈষ্ণব, নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের সভাপতি প্রদীপ রায়, কিরন ধর, ডাঃ পরিতোষ ভট্রাচার্য, ডাঃ রুপন শীল, অমিত ভৌমিক সৈকত,নান্টু দাশ, ছোটন নাথ ,সনজিত দে, রনজিৎ দাশ, রনজিত চক্রবর্তী, দেবাশীষ দেব, উজ্বল দে, বিকাশ দে, রাজু ধর, সাধন নাথ, প্রশান্ত বাবু, রাজিব নাথ, রাহুল চৌধুরী, রাজিব দত্ত, মিলন দাস, সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সংসদের সকল সদস্যবৃন্দ,স্বাগত বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভা সংসদের সম্পাদক অমিত ভৌমিক, ব্যাংকার আকাশ চৌধুরী (নান্টু) রবি দে। সকল সদস্যদের শপথ বাক্য পাঠের মাধ্যমে অভিষিক্ত করেন সভাপতি সুমন কুমার বনিক।