খুলশী থানা মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচিত সভা, মিলাদ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক-অহিদ চৌধুরী মুক্তি ও সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক -ওমর ফারুক চৌধুরী মহানগরের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী থানার সভাপতি-আলহাজ্ব কাজী সোবহান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর হোসেন
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি-নুরুল হক,সহ-সাধারন সম্পাদক-আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক-খালেদ রেজা চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক-কুলসুমা,বেগম প্রচার সম্পাদক-সামির বড়ুয়া,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা-রিনা বেগম সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ যথাক্রমে-ছগির আহমেদ,আব্দুল মোতালেব,আব্দুল জব্বার,মোঃ সেলিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
প্রধান অতিথির বক্তব্যে তিনি খুলশী থানা কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠন পরিচালনার ক্ষেত্রে সকলের মতামত কে প্রাধান্য দিয়ে এবং সকলকে মানবিক কাজে উদ্ধুদ্ব হয়ে সংগঠন কে সামনের দিকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।
খুলশী থানার নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী সোবহান তার বক্তব্যে সকলের সহযোগিতা ও সকল সদস্যের সাথে নিয়ে সংগঠন কে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা আশা করেন এবং মানবিক কর্মকান্ডে সংগঠনের সকলকে নিয়োজিত হওয়ার আহবান জানান।।
খুলশী থানার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে সকলের সহযোগিতায় আগামীতে সংগঠন কে আর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে জড়িত করার প্রত্যায় ব্যাক্ত করেন।।
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন মত ব্যাক্ত করে আগামীতে সংগঠন কে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে দলবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।