শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ বাবা ভান্ডারীর ওরশ শরীফের আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ উদযাপন,
নোটিশ :

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন,,

চ্যানেল মানবাধিকার 24প্রতিবেদন:-
অদ্য বিকাল ৫ ঘটিকায় নগরীর জিইসি মোড়স্থ ক্যাপ্সিকাম এরাবিয়ান হাউজে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে ঈদ পুর্নমিলনী আলোচনা সভা সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ জাফর হায়দার এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মির্জা আবদুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান নুরউদ্দিন সাগর যুগ্ম মহাসচিব মোঃ হাসেম শাহ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন,চ্যানেল মানবাধিকার24অনলাইনTVসম্পাদক ও প্রকাশক.নেজাম.সাইফুল্লাহ. আলী আকবর, নগর সভাপতি আলহাজ্ব সাব্বির হান্নান, সহ সভাপতি মোতালেব সরকার, গ্লোবাল হিউম্যান রাইটস এর অপারেশন ডাইরেক্টর প্রকৌশলী শিহাব উদ্দিন, কেন্দ্রীয় সমন্বয়কারী ডাঃ হারুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোঃ সোলেমান, মোঃ মহিউদ্দিন,মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের জাতীয় সমন্বয়কারী সুনিল কান্তি দে,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবিক সংগঠক মোঃ ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খসরু, আকবর শাহ্ থানার সাধারণ সম্পাদক আবদুর রহমান সবুজ,খুলশী যুব উন্নয়ন সংস্থার পারভেজ হোসেন, মোঃবেলাল,শারমিন,তাবাসসুম আক্তার,মনিকা আক্তার,মোমতাজ আক্তার,সাকিব,মোঃ ওমর ফারুক রাজু,আফরোজা, গ্লোবাল হিউম্যান রাইটস এর সাইফুদ্দিন মানিক,নুরুর আমিন, মাইকেল দাশ।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ জাফর হায়দার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রক্ষাপটে স্বল্প আয়ের লোকদের জন্য মানবিক বাজার লিমিটেড এর চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার এর নির্ধারিত মূল্যে পন্য বাজারজাত করন তথা রেশনিং কার্ড কার্যক্রমে তার সংস্থার লোকজন স্বেচ্ছাশ্রম দিয়ে যাবেন।
প্রধান অতিথি মির্জা আবদুল কাদের রেশন কার্ড কার্যক্রম তথা মানবিক বাজার কার্যক্রম শীঘ্রই চালুর আশ্বাস প্রদান করেন এবং তিনি অনুষ্ঠানে নগদ অর্থ ও বীমার ডকুমেন্ট হস্তান্তর করেন।পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা