চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
অদ্য০৮-০৩-২০২২ইংরেজী মঙ্গলবার বিকাল ৫ টায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে চট্টগ্রাম জেলা আইনজীবী ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার এর সভাপতিত্বে ও ভিকটিম লিগ্যাল সাপোর্ট টীম লিডার এডভোকেট মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সচিব এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মো. কফিল উদ্দিন, এডভোকেট নাসিমা বেগম, শিক্ষানবীশ নারী আইনজীবী নাজমা আক্তার ও কোহিনুর আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এরশাদুর রহমান রিটু বলেন, প্রতিপাদ্য বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। সংবিধানের ১৯(৩) অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের কথা সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে। সভাপতির বক্তব্যে এডভোকেট জাফর হায়দার বলেন, আসুন আমরা সবাই নারীর অগ্রযাত্রা নিশ্চিত করার মাধ্যমে গড়ে তুলি সমৃদ্ধময় সমাজ ও রাষ্ট্র গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার চর্চা করি।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.