বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ – নাজিরহাট পৌরসভার কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২০২৪) ১ম পরিচিত সভা ২ আগষ্ট নাজিরহাটের জামান হোটেলর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি প্রদীপ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৌরভ পালের সঞ্চালনায় পবিত্র গীতাপাঠের মধ্যে দিয়ে সভা শুরু হয়। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরী,ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে অধ্যক্ষ শ্রী উজ্জ্বল ব্রহ্মচারী,নাজিরহাট পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মো: হাছান, ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায় সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল,ভুজপুর থানা পূজা পরিষদের সভাপতি লিংকন চক্রবর্ত্তী সাধারণ সম্পাদক রনজিত শীল,নাজিরহাট পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বাগীশিক সভাপতি বাবু সুমন বণিক,উপজেলার সহ-সভাপতি প্রতাপ রায়,প্রিয়রঞ্জন ভট্টাচার্য,অভিজিৎ পাল,লিটন পাল,অর্থ সম্পাদক রবিন পাল, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আদিত্য দাশ,নাজিরহাট বাগিশিক সভাপতি সজল চক্রবর্ত্তী। সভার শুরুতে নবনির্বাচিত কমিটির সকলকে পরিচিত প্রদানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি প্রয়াত রনজিত চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে প্রার্থনা করা হয়।উপস্থিত সকল অতিথিবৃন্দ নাজিরহাট পূজা পরিষদের কর্মকান্ডের প্রশংসা করেন।বিগত শারদীয় দূর্গা পূজায় নাজিরহাট যুবলীগের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ভূমিকা পালন করায় একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।তাছাড়া নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের অভিষেক অনুষ্ঠানের পালন করার জন্য বাবু সুমন বণিকে প্রধান সমন্বয়ক হিসাবে নির্বাচিত করা হয়।পরিষদের অর্থ সম্পাদক জয় হাজারী সদস্য চাঁদা ২০০ টাকা প্রস্তাব করলে সকলে সমর্থন করেন।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মাস্টার মানষ চক্রবর্ত্তী,ডা: মানিক নাথ,মাস্টার দিলীপ নম,ডা: লিটন চক্রবর্ত্তী,হরিলাল নাথ,মনিরাজ কর,প্রণেষ চক্রবর্ত্তী,ভবিরঞ্জন নাথ,সঞ্জয় ধর,সবুজ সরকার, লিংকন পাল,আকাশ চৌধুরী নান্টু,পার্থ নাথ,দেবাশীষ শীল, শুভ চক্রবর্ত্তী,বিভাষ ধর,রবি দে,শাওন বণিক, রাজন চক্রবর্ত্তী,কেশব সরকার,রিপন পাল,জয় নাথ, লিটন নাথ, সাজু নাথ,শুভ পাল,ডা: পংকজ রায়,পিয়াল পাল,শিমুল চক্রবর্ত্তী,রনি পাল,ইমন দাশ,সুবেল চক্রবর্ত্তী,সুজন নাথ,সেতু চৌধুরী, রাহুল নাথ,সঞ্জীব চৌধুরী, সজীব নাথ,শান্তু পাল,রানা দাশ ও প্রমুখ।পরিশেষে পরিষদের সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভায় সমাপ্তি ঘোষণা করেন।