ফটিকছড়িতে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা ফটিকছড়ি কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্র্য বলাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফটিকছড়ির স াধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভুজপুর পূজা পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, উপজেলা বাগীশিক সভাপতি সুমন বণিক ও সহ-সভাপতি প্রতাপ রায়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদের অর্থ সম্পাদক রবিন পাল, সাংগঠনিক সম্পাদক রুপন ভৌমিক, ফটিকছড়ি পূজা পরিষদের আহবায়ক অভিজিৎ পাল, সদস্য সচিব বাচ্চু ঘোষ, নাজিরহাট পূজা পরিষদের সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক সৌরভ পাল। সকলে আসন্ন জন্মাষ্টমী ঐক্যবদ্ধভাবে উদযাপন করার জন্য গুরুত্বারোপ করেন। সকলের অংশগ্রহণের জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। উক্ত সভায় জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি বাবু রনজিত চৌধুরীর প্রয়ানে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। পরিষদের সভাপতি সকলের সহযোগিতা কামনা করে সভায় সমাপ্তি ঘোষণা করেন।