বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ’র রোগ মুক্তি কামনায় হযরত খাজা গরীবুল্লাহ শাহ মাজারে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
/
১৫৬
বার পঠিত
/
চ্যানেলমানবাধিকার24প্রতিবেদক:-অদ্য২৩-০৬-২০২২ইংরেজী বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্দোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবু নির্মল রন্জন গুহ’র রোগ মুক্তি কামনায় হযরত খাজা গরীবুল্লাহ শাহ মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন ইমাম হযরত খাজা গরীব উল্লাহ শাহ মাজার মসজিদ ওয়াকফ এস্টেটউপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয় সম্পাদক আশীষ কুমার সিংহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু দেবাশীষ নাথ দেবু মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ উদ্দিন শাহীন, মোহাম্মদ আলী চৌধুরী,খুরশিদ হাসান, আবদুল্লাহ বাহার, ওমর ফারুক চৌধুরী,দোলন বৈষ্ন,মহিউদ্দিন খসরু, নুরুজ্জামান রিপন,মামুন বাদশা,রাহুল দত্ত, সাইফুল,জাহাঙ্গীর, রাসেল,ফিরোজ আহমেদ, কায়ুম,জসিম উদ্দিন প্রমুখ।
#
জনাব অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
#
জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা, চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
#
জনাব এ কে এম ছরওয়ার হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা, চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক সহযোগিতায়
#
জনাব মোঃ আবদুল মালেক
সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ আবুল হাশেম
সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
*
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*
বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল : channelhumanrights@gmail.com
মোবাইল : 01404415183, 01815506033
রেজিঃ নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম