গত ০২/০৯/২৩ ইং বিকাল ৪ ঘটিকায় ফেনী জেলা সমিতি চট্টগ্রাম এর অভিষেক ২০২৩ ও মেধাবৃত্তি চট্টগ্রাম এর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো:নুরুন নেওয়াজ সেলিম সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মো: জসিম উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো: রেজা, উপদেষ্টা আলহাজ্ব মো শফিকুল ইসলাম এফসিএমএ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সম্পাদক জিন্নাহ চৌধুরী ও অর্থ সম্পাদক মো কামরুল মোরশেদ তমাল।বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান মজুমদার, সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হাই মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল হক, নির্বাহী সদস্য আবু জাফর মোহাম্মদ ছালেহ অর্পন। অভিষিক্ত হন যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার মো: মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম জামাল উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক মো আবু তালেম ভুইঁয়া, চিকিৎসা সেবা সম্পাদক নুরুল আবসার তৌহিদ, তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মো: জাফর হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড.এ কে এম সামছু উদ্দিন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক কাজী সাবিরা সুলতানা, নির্বাহী সদস্য মো আব্দুল গনি, এডভোকেট মো আলাউদ্দিন, মো আমির হোসেন, মো দাউদ আবদুল্লাহ আল হারুন (লিটন), মো মাহমুদুর রহমান, মো রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ গোলাম ফারুক,শামীম আহমদ সিদ্দিকী, ইন্জিনিয়ার এ টি এম সেলিম রেজা, মোহাম্মদ জাফর আলম পাটোয়ারী।জমকালো এই আয়োজন এ ফেনী জেলার মেধাবৃত্তি ২০২১-২০২২ সালের এসএসসি, এইচএসসি আলীম এবং দাখিল জিপিএ ৫ প্রাপ্ত সকল ছাত্রছাত্রীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে মেজবানি আপ্যায়ন করা হয়।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.