চ্যানেল মানবাধিকার24 প্রতিবেদক:
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার ২৫-০৪-২০২২ইংরেজী, কমিশন সভা শেষে নির্বাচন ভবনে ভূজপুর সহ দেশের বিভিন্ন উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ছাড়াও ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারর শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.