বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে-মিলাদুন্নবী(সা:) মাহফিল অনুষ্ঠিত ধর্মনুভাবক লীলাবতী আচার্য্যরে ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর পবিত্র চন্দ্র বার্ষিকী ফাতেহা এবং মহান ২৬ শে আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন। গাউসিয়া হক মনজিল ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বেসিক ট্রেড ইন্সটিটিউট এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সভা অনুষ্ঠিত মধ্যম পাইন্দং এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ) মাহফিল অনুষ্ঠিত,, জমজমাট ভাবে পালিত হয়েছে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী: গুনগত স্বাস্থ্যসেবা সামগ্রিক উন্নয়নে অনিবার্য শর্ত – ডঃ ইফতেখার মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন,
নোটিশ :

ফটিকছড়িতে শোকর-এ মওলা মনজিলে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি শাখার মতবিনিময়-ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে,

চ্যানেল মানবাধিকার24 বুলেটিন:-
অদ্য ২৫-০২-২০২২ইং রেজী শুক্রবার সন্ধ্যা ০৭.০০টা হইতে, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে আওলাদে রাসুল(দ) রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী(ম জি আ) শুভ আগমন দিবস-২০২২ইং রেজী উদযাপনের -মত বিনিময়,মাসিক সভা অনুষ্ঠিত হয়, উক্ত মতবিনিময় ও মাসিক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য, মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, রিসালাতুন নাজাত গ্রন্থের লেখক ও প্রণেতা জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী(চৌধুরী মামাজান),উপস্থাপনায় ছিলেন জয়নুল আবেদীন তাওরাত ,এতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আমান,কালামে গাউসুুল আজম মাইজভান্ডারী পরিবেশন করেন মোঃ নেজাম, শুভেচ্ছা বক্তব্য ও মিলাদে মোস্তফা তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ পাঠ করেন মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শফিউল আজিম সুমন,মাহফিলে সেমা পরিবেশন করেন মোঃ ইমরানুল হুদা,উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন,সজিবুল হাসান চৌধুরী, সাজিদুল হাসান চৌধুরী,নুরুল আনোয়ার, রুবেল বৈদ্য, টনি,কামরুল ইসলাম চৌধুরী রাফি,মোঃ হাসান লোকমান, বাবু সেন,হারুন, নাছির, ইন্জিনিয়ার পারভেজ, সাইফুল্লাহ ও আলী আকবর সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি শাখা ও জ্যোতি ফোরামের কর্মকর্তা সদস্যবৃন্দ প্রমুখ



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা