১৫ জুলাই ২০২৩খ্রি. শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদ গঠনকল্পে সম্মেলন- ২০২৩ ফটিকছড়ি বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। আহমদ আল মামুন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সহকারি কমিশনার (ভূমি) এটিএম কামরুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা। লিটন কান্তি দে ও সাইফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরী। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ফোরকান উদ্দিন মান্নান, মো. খোরশেদুল আলম, জয়নাল আবেদীন নিউটন, নুর উদ্দিন, শামীমুল হাসান, দিলরুবা কোহিনুর আক্তার, ঝর্না রানী পাল, তাজ উদ্দীন আহমদ, পরিমল নাথ, স্বপন কুমার বড়ুয়া। সম্মেলন শেষে মাস্টার রতন কান্তি চৌধুরীকে সভাপতি ও মো. ফোরকান উদ্দিন মান্নানকে সাধারণ সম্পাদক করে ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদ গঠন করা হয়।