ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখা। গতকাল বুধবার ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু শিমুল ধর। লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সঞ্চালনায় এতে মঙ্গলাচারণ করেন অধ্যক্ষ শ্রীপাদ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী ও অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ শাহীন, জেবুন নাহার মুক্তা, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, কমিশনার গোলাফ মওলা। এতে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সম্পাদক কাজল শীল, এড. তরুণ কিশোর দেব, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী, বাগীশিক ফটিকছড়ি সংসদ সভাপতি ও প্রধান সমন্বয়কারী সুমন কুমার বণিক, স্বপন কুমার ধর, গীতামৃত সংঘের ছোটন নাথ, ডা. প্রতাপ রায়, ডা. প্রদীপ রায়, সৌরভ পাল, সজল পাল, রবিন পাল, রূপন ভৌমিক, এডভোকেট মিহির দে, এড. জনি, মাস্টর সন্তোষ শীল, আইনশৃঙ্খলা প্রধান সুজিত চক্রবর্তী, সাগর দে, ধনাঞ্জয় দেবনাথ প্রমূখ।
এতে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখা, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাগীশিক ফটিকছড়ি সংসদ, বাগীশিক নাজিরহাট পৌরসভা, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি সেলুন সমিতি, বাংলাদেশ বাজুস সমিতি ফটিকছড়ি শাখা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, শ্রীকৃষ্ণ সংঘ ফটিকছড়ি, দৌলতপুর পালপাড়া পূজা উদযাপন পরিষদ, গীতামৃত সংঘ বাংলাদেশ, ইমামনগর সনাতনী সংঘ, যতীষানন্দ গীতা স্কুল, ভূজপুর সার্বজনীন জ্যোতিষানন্দ গীতা মন্দির, অখন্ড দূর্গা মন্দির, শ্রীশ্রী মঙ্গলদাস কালা বাবা আশ্রম, শ্রীশ্রী বৈরাগী ঠাকুরের আশ্রম, শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধ আশ্রম, সৃষ্টি ফাউন্ডেশন, দক্ষিণ পাইন্দং বাসন্তী একতা সংঘ, শ্রীশ্য শীতলা মন্দির বিদ্যাপীঠ, শ্রীশ্রী গোপাল বাড়ি গীতা বিদ্যাপীঠ, রায়পুর নম. গীতা বিদ্যাপীঠ, শ্রীশ্রী পাঞ্চজন্য গীতা বিদ্যাপীঠ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, সনাতন সংগঠন ফটিকছড়ি, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ, জাগো হিন্দু পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ, রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়, গৌর নিতাই গীতা বিদ্যাপীঠ, শাহনগর শীলপাড়া সংঘ, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ, ভূজপুর বাগীশিক ইউনিয়ন সংসদ, শ্মশান কালীমঠ বাগীশিক সংসদ, জাতীয় গীতা পরিষদ, বাগীশিক ফটিকছড়ি শাখাসহ বিভিন্ন সনাতনী সংগঠন অংশগ্রহণ করেন।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.