পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালন এবং দোয়া মাহফিল পরিচালনা।
অত্র অনুষ্টানে সভাপতিত্ব করেন পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মাওলানা আবুল কাশেম ফারুকী মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী সাহেব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দিয়ে আজকের দিবসের তাৎপর্য তুলে ধরেন সহকারী শিক্ষক জনাব আবু ছালেহ সাহেব। বক্তব্য রাখেন এস এম সি সদস্য রিপন বড়ুয়া, নাসির উদ্দিন সঞ্চালনা করেন শিক্ষক অনুপম ভট্টাচার্য। পরবর্তীতে শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।