মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

পাইন্দং তাজুরঘাটাস্থ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কর্তৃক জশনে ঈদে মিলাদুন্নবী(দঃ).মাহফিল অনুষ্ঠিত,,

গত ০৭ অক্টোবর২০২৩ইংরেজী শনিবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী পাইন্দং তাজুরঘাটাস্থ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান নুরানী ওয়াজ মাহফিল, পাইন্দং গাউছিয়া আহমদিয়া মাদ্রাসার ময়দানে মখদুমে আহলে সুন্নাত, পীরে ত্বরিকত হযরত শাহসুফি আল্লামা হাফেজ মুহাম্মদ শাহ্ আলম নঈমী(মঃ জিঃ আঃ), এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের অধ্যাপক ড মুহাম্মদ মঈন উদ্দীন শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে তকরির করেন পটিয়া শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ(মঃ জিঃ আঃ), বিশেষ বক্তা হিসেবে তকরির করেন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ রহমত উল্লাহ শাহ্ জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফিরোজ আলম রিজভী(মঃ জিঃ আঃ), বিশেষ আলোচক ছিলেন হযরত ফকির আবদুল মজিদ শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হামিদুর রহমান, প্রধান অতিথি ও আলোচকবৃন্দরা তাদের বক্তব্যে বলেন বর্তমান সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) সরকারি সকল দপ্তরে পালনের আইনের মাধ্যমে নির্দেশ দিয়েছে, এই পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)র শিক্ষা সঠিক ভাবে ধারণ ও পালন করতে পারলেই সমাজে রাষ্ট্রে ও সর্বত্রে শান্তি ফিরে আসবে,এই সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব উল্লাহ চৌধুরী সাবু, পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজহারুল ইসলাম(বি কম),হযরত মাওলানা রহমত উল্লাহ শাহ্ কমপ্লেক্স এর সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পাইন্দং ইউপি সদস্য দীল মোহাম্মদ কোম্পানি(দীল মোহাম্মদ মেম্বার), সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম (গুন্নু মেম্বার) সাবেক ইউপি সদস্য আহমদ ছাফা, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক চৌধুরী, পাইন্দং ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা সালাহ উদ্দিন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা হাসানুল করিম রুবেল, পাইন্দং শ্রমিক লীগ সভাপতি মোঃ সরোয়ার,যুবনেতা মজাহার, পাইন্দং ৩নংওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিউল আজম,সার্বিক তত্বাবধানে ছিলেন ফটিকছড়ি বঁধুয়া ফ্যাশনের স্বর্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ শহিদুল্লাহ,মাস্টার ফোরকান উদ্দিন মান্নান, সঞ্চলনার দায়িত্বে ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মুহাম্মদ ওমর ফারুক, ও হাফেজ মিজানুর রহমান, উক্ত মহতি মাহফিলে উপস্থিত ছিলেন অসংখ্য আশেকানে মোস্তফা(দঃ),আশেকানে আউলিয়া ও অত্র এলাকার জনসাধারণ বৃন্দ প্রমূখ!



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা