শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ বাবা ভান্ডারীর ওরশ শরীফের আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ উদযাপন,
নোটিশ :

পাইন্দংয়ে হযরত মাওলানা সানা উল্লাহ শাহ্ গজি ফকির(রহ) এর ওরশ শরীফ উদযাপিত,

গত ২৭মাঘ ১০ফেব্রুয়ারী ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত অলিয়ে কামেল হযরত মাওলানা সানা উল্লাহ শাহ্ প্রকাশ গজি ফকির রহ পবিত্র ওরশ শরীফ যথাযথ মর্যাদায় বকসুরঘাটা সংলগ্ন প্রস্তাবিত দক্ষিণ পাইন্দং হাজী ইসমাইল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে,উক্ত মহতি ওরশ শরীফ উপলক্ষে বহু কর্মসূচির মধ্যে ছিল বাদে যোহর খতমে কুরআন, বাদে আছর মাজার প্রাঙ্গণে মিলাদ, বাদে মাগরিব হইতে রাত ব্যাপী ওয়াজ মাহফিল, বাদে ফজর তাবাররুক বিতরণ, উক্ত ওরশ শরীফ উপলক্ষে মিলাদ আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফিরোজ আলম রেজভী,মাওলানা আবুল কাসেম,মাওলানা মনির আহমদ মাওলানা ফোরকান, মাওলানা শফিউল আলম, এই সময় উপস্থিত ছিলেন ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি ছবুর খান,ইমাম হোসেন মোঃ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, নুরুল আনোয়ার, আবুল কালাম, সহ এলাকার মুরব্বি ও অসংখ্য জনসাধারণ বৃন্দ হযরত মাওলানা সানা উল্লাহ শাহ্ রহঃ(গজি ফকির) এর পবিত্র ওরশ শরীফ কে কেন্দ্র করে বসেছে গ্রামীণ লোকজ মেলা।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা