আগামী ২৬ অক্টোবর ২৩ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব হইতে মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গনে হযরত গাউসুলআজম মাইজভান্ডারীর আনুগত্য দোয়ার মেহেরাব হুজুরা শরীফের সম্মুখে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী যৌথ ব্যাবস্থপনায় মহামান্য আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউসুলআজম মাইজভান্ডারী,মোন্তাজেম,জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী,আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মহামান্য সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসূফি
ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.)
এর ছদারতে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও নিয়মিত মাসিক মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
বাদ মাগরিব হতে হযরত কেবলা কাবার পবিত্র রওজা শরীফে মিলাদ,ক্বিয়াম,জিকির ও বাদ এশা জেয়ারতে তাওয়াফ, পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক সামা মাহফিল অনুষ্ঠিত হবে ।
উক্ত মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,
জেলা সমন্বয় কমিটি, উপজেলা সমন্বয় কমিটি, দায়রা ও আঞ্চলিক শাখার সকল সম্পাদক, সদস্যবৃন্দ সহ সকল আশেকানে মাইজভান্ডারীগনকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আঞ্জুমানে সন্মানিত মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক সাহেব।
উক্ত ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক মাহফিলে সকলে আদবের সহিত উপস্থিত হয়ে মাহফিল কে সাফল্যমণ্ডিত করে মহান গাউছে পাকের অশেষ ফয়েজ রহমত ও বরকত হাসিল করুন।