ফটিকছড়ি হাইদচকিয়া প্রাচীনতম সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা, স্বর্গীয় ধর্মচিন্তক পণ্ডিত নিরোধ বরণ আচার্য্যরে সহধর্মীনি প্রয়াত লীলাবতী আচার্য্যরে ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ মিলনায়তনে পন্ডিত তরুণ কুমার আচার্য্য ও পণ্ডিত উজ্জ্বল চক্রবর্ত্তীর পুরোহিত্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উষাকীর্তন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শশ্মানমঠে পুষ্পস্তবক অর্পন, গীতাপাঠ, ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সেবা। বাৎসরিক মাঙ্গলিক অনুষ্ঠান, সকালে বাল্যভোগ ও দুপুরে শাকান্ন ভোগ এবং সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. অর্চ্চণা রানী আচার্য্য ও সাধারণ সম্পাদক কুমার রতন।