মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

দেড় হাজার বছর ধরে আউলিয়ায়ে কেরামগণের দরবারই রাসুলুল্লাহ(দ)র প্রেম ও আদর্শ শিক্ষার ব্যবহারিক বিদ্যাপীঠ।—-শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম).

উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র ও সুফি পীঠস্থান মাইজভান্ডার শরীফে ঐতিহাসিক জসনে ঈদে মিলাদুন্নবী(দ) মাহফিল ও গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক) একক উত্তরাধিকারী পৌত্র স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন অছিয়ে গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী(ক) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী(২০ রবিউল আউয়াল) বিগত ৬ অক্টোবর ২৩ইংরেজী শুক্রবার বাদে আছর হইতে মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অছিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী মনোনীত মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের মান্যবর সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম জি আ),
বাদ আসর পবিত্র কোরআন হতে তেলোয়াত,নাতে রাসুল, শানে গাউছিয়া অছিয়ে গাউসুল আজম মাইজভান্ডারি পরিবেশনা মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবদুল আলিম রিজভী, চাঁদগাও বারীয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীন মুফতি ছৈয়দ শামসুদ্দোহা বারী(ম).ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল(এম এ) মাদ্রাসার অধ্যক্ষ শাহাজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন(ম)রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা কাদেরী(ম) যুক্তরাষ্ট নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার ও মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল আজম(বাবর) আজহারী(ম), গোমদন্ডী দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী(ম),দরবারে বারীয়া শরীফের নায়েব এ সাজ্জাদানশীন মুফতি ছৈয়দ ছৈয়দুল বারী(ম), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মুফতী মুহাম্মদ মাসুদ রিজভী(ম),মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ বশিরুল আলম(ম),দরবার এ গাউসুল আজম মাইজভান্ডারীর পক্ষ হইতে বক্তব্য রাখেন নায়েব এ মোন্তাজেমে দরবার শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী(ম), সভাপতির সমাপনী বক্তব্যে শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম) বলেনঅলি- বুজুর্গদের আধ্যাত্মিক ধারা তথা সিলসিলার মাধ্যমেই ইসলামের শুদ্ধতম রুপ প্রবাহমান। তাই রাসুলে পাকের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তাঁর আধ্যাত্মিক প্রতিনিধি আউলিয়ায়ে কেরামদের নীতি আদর্শকে অনুসরণ ও অনুশীলন করতে হবে। মাহফিল সঞ্চলনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী(সেলিম)। এছাড়া ও মাহফিলে আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী সহ ওলামায়ে আহলে সুন্নাত, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ছিলেন, যথাসময়ে উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে জশনে জুলুছ ও মিলাদুন্নবী(দ) মাহফিলকে সফল করার জন্য এলাকাবাসী, প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়েব এ মোন্তাজেমে দরবার শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম(রুবাব) মাইজভান্ডারী ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কার্যালয় গাউছিয়া আহমদিয়া মন্জিল মাইজভান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা