বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ২৬ আশ্বিন উপলক্ষে SZHM ট্রাস্ট’র ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ১৬ নং চকবাজার ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সৈয়দ সাদ উদ্দীন মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী ৬ অক্টোবর সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে, প্রিয়নবী(দ) শানে বেয়াদবি ও কোরআন ও ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে সকলকে দুরে থাকতে হবে,—উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫-বি-৪ বাংলাদেশ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসের কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শোকর এ মওলা মন্জিলে জসনে ঈদে মিলাদুন্নবী(দ) ও বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারী(ক)এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,,
নোটিশ :

দুই দিন ব্যাপী বিইসিপি মেলা অনুষ্ঠিত

গত ২৩ ও ২৪শে আগস্ট চট্টগ্রাম মহানগরের জামালখাঁনস্হ রয়েল অর্কিড ব্যাংকুইট হলে বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্মের চতুর্থ বর্ষে পর্দাপন উপলক্ষে এডমিন নিপু হাসান ও রোকসানা রলির সভাপতিত্বে এডমিন পারেল আহমেদ এর সঞ্চালনায় অর্ধ শতাধিক স্টল হোল্ডার অংশগ্রহণ এর সাড়া জাগানো মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় টাইটেল স্পন্সর ছিলেন পিকার্ড,বিউটি স্পন্সর ছিলেন মিতা রহমান,ফটোগ্রাফি স্পন্সর ছিলেন ইমাজেন্স স্টোরি,ডেলিভারি স্পন্সর ছিলেন এমভিনেস লজিস্টিকস্, ক্রেস্ট স্পন্সর ছিলেন ছানিয়া আক্তার,
২৩শে আগস্ট মেলার উদ্ভোধনের আয়োজনে উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান আলম শেঠ, উপদেষ্টা এডভোকেট মো: জাফর হায়দার ও এইচএম ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলোত্তমার ফাউন্ডার শায়েলা আবেদিন,চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলির এডমিন সাগর দে,মায়াবিনীর ফাউন্ডার সায়মা সুলতানা, একটিভ ই-কমার্স ফ্যামিলির ফাউন্ডার রিতা,যুবনারী উন্নয়ন সংস্থার আফরোজা সুলতানা পুর্ণিমা,বিউটি অফ লাইফ এর ফাউন্ডার তারমিন ইসলাম,মানবাধিকার সংগঠক আবু হানিফ,সাংবাদিক নুর উদ্দিন সাগর,মহিবুল্লাহ সোহেল,এডভোকেট নাসরিন সুলতানা, দুবাই প্রবাসী মাঈন উদ্দিন মালেকী,ফরিদা আক্তার কাজল, মোঃ মন্জুরুল ইসলাম সাগর,সাংবাদিক মাসুম সাঈদুল প্রমুখ।

মেলায় সম্মাননা স্বারক প্রদান করা হয় পারেল আহমেদ,এডভোকেট রোমেলা মোবনি,রাকিবুল ইসলাম রোহান ও বিশেষ সম্মাননা প্রদান করা হয় রাফিজা হায়দার আলিফ ও মাঈন উদ্দিন মালেকি।
উপস্থিত ছিলেন বিইসিপি পরিচালনা কমিটির সদস্য শাওন গুহা,জান্নাতুল নাঈম হিরা,সাজিন সিদ্দিকি,তুরানী সুলতানা, মিনহাজ পাটোয়ারী মিরাজ।

মেলায় বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হয়েছিল, তারা স্টল হোল্ডারদের সাথে মত বিনিময় কালে বলেন কেনাকাটার জুট ঝামেলা ও সময় বাচাতে উদ্যোক্তাদের সাথে সরাসরি সম্পৃক্ত হলেন,ডেলিভারি চার্জ ও লাগলো না,সময়ের প্রক্ষাপটে এ জাতীয় মেলা ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম, শেঠ গ্রুপের সোলায়মান আলম শেঠ বলেন ভবিষ্যতে উদ্যোক্তাদের পাশে তার সহযোগিতা অব্যাহত থাকবে।আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ক্রেতাদের জন্য মেলার আয়োজন গ্রহণ করতে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা