মোঃ ইউসুফ আলী ষ্টাফ রির্পোটারঃ- দিনাজপুর(বীরগঞ্জ) সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সোনালী এজেন্ট ব্যাংক ঝাড়বাড়ী বাজার আউটলেটে “ প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্বি” শীর্ষক কর্মসুচীর আওতায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমোবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সোনালী ব্যংকের ডিজিএম জনাব আবু হেনা গোলাম সাইয়েদে সাকলাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মোস্তফা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং শতগ্রাম ইউনিয়ন শাখা। জনাব মতিউল ইসলাম, এজেন্ট ব্যাংক স্বত্বাধীকারী জনাব মোঃ ইউসুফ আলী , রেমিটেন্স গ্রাহকগন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এইচ,এম. সাখাওয়াত হোসেন, (ম্যানেজার ) সোনালী ব্যাংক বীরগঞ্জ শাখা । প্রধান অথিতি সোনালী ব্যাংক এর মাধ্যমে রেমিটেন্স প্রেরণের জন্য রেমিটেন্স গ্রাহকদের প্রতি আহ্বান জানান। সেই সাথে সোনালী ব্যাংক ঝাড়বাড়ী বাজার আউটলেটে একাউন্ট খুলে সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহনের অনুরোধ করেন। তিনি আরো বলেন অতি শীগ্রই এই এজেন্ট ব্যাংক হতে কৃষি ঋণ সহ সকল সার্ভিস প্রদান করা হবে। গ্রাহকদের সাথে মতবিনিময় কালে তিনি খূব অল্প সময়ের মধ্যে উক্ত আউটলেটে এটিএম বুধ স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি দেশের সেরা এই ব্যাংকের সেবা নিতে সর্বদা সোনালী ব্যাংকের সাথে থাকতে এবং সেবা নিতে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন সোনালী ব্যাংকের সকল সেবা আরো গ্রাহক বান্ধব ও সহজীকরণ করা হবে।