বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ
নোটিশ :

জ্যোতি ফোরামের বার্ষিক সাধারণ সভা ও একযুগে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন।

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদক:-
মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় বার্ষিক সাধারণ সভা ও একযুগে পদার্পণ অনুষ্ঠান সংগঠনের প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিলে গত ১৮ই নভেম্বর, শুক্রবার বাদ এ মাগরিব সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, জ্যোতি ফোরামের প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোহাম্মদ নুর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. পঞ্চানন দাশগুপ্ত। এসময় বক্তারা বলেন – মাইজভাণ্ডারী আদর্শকে অন্তরে ধারণ করে, আওলাদে রাসুল, রাহবারে আলম মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) কেবলা কবার নির্দেশনার প্রতি আনুগত্য রেখে জ্যোতি ফোরাম বিভিন্ন মানবিক, সামাজিক ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজে মানবতার আলো ছড়াচ্ছে। বর্তমান নৈতিক অবক্ষয়ে ক্রান্তিকালে জ্যোতি ফোরামের মাধ্যমে একদল তরুন যুবক মাইজভান্ডারী আদর্শ চর্চার মাধ্যমে মানবতার চেতনায় একটি আদর্শিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়নুল আবেদিন তাওরাত, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আজম, মোহাম্মদ এহসান উল্লাহ, সংগঠনের কেন্দ্রিয় কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ জাহাঙ্গীর, রুম্পা দাশ, আর্থিক বিবরণী পেশ করেন মিজান শাহরিয়ার নিশাত ও বিগত সময়ের কর্মসূচির ভিডিও চিত্র প্রদর্শন করেন হুমায়ুন রশীদ ফয়সাল। অনুষ্ঠানে জ্যোতি ফোরামের প্রকাশনায়, শোকর এ মওলা মনজিলের মুখপত্র হিসেবে “শোকর” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন পর্বে অতিথি মন্ডলির সাথে উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী সহ সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের পর দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টা পরিষদ কর্তৃক জয়নাল আবেদিন আজাদ তাওরাত কে সভাপতি ও নেওয়াজ শাহরিয়ার আসিফ কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি এবং ২৫ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। অতিথি মন্ডলির মাধ্যমে বিগত কার্যকরী পর্ষদের সাবেক কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদানের পর ১১তম বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে মোহাম্মদ শাহাদৎ হোসেন ইরফানের মিলাদ এর পর প্রধান আলোচক জনাব ড. নুরর হোসাইন সাহেবের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। অনুষ্টানে সংগঠনের উপদেষ্টাবৃন্দ , সদস্যবৃন্দ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মনজিলের কর্মকর্তা বৃন্দ সহ, প্রমুখ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা