জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম মিলনায়তনে এক বিশেষ প্রার্থনা পরিচালনা পর্ষদের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপাতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ অর্চ্চণা রানী আচার্য, তুর্ণা রাণী আচার্য, এড. রূপনা রাণী আচার্য, কৃষ্ণাকলি আচার্য, জয় আচার্য, কুমার রতন, সোনারাম আচার্য, হিমেল আচার্য, সজল বড়ুয়া, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সাগতা বড়ুয়া ও বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীবৃন্দ।