১৫ই আগষ্ট “জাতীয় শোক দিবস” ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শোক দিবস ও বৃক্ষরোপন কর্মসূচি” অনুষ্ঠিত হয়। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সহ-সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ এর সঞ্চালনায়, শাখার সভাপতি জনাব জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তিনটি বিভাগে হামদ-নাত,রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় ও সকলের মাঝে শান্তনা পুরষ্কারও প্রদান করা হয়। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ প্রকাশ পায়। সর্বপরি স্কুলের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও তাজকিয়ানদের সমন্বয়ে “বৃক্ষরোপন কর্মসূচির” অংশ হিসেবে স্কুলের আঙিনায় বিভিন্ন ফল ও বনজ গাছ রোপন করা হয়। এতে তাজকিয়া মহানগর শাখার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল হাসনাত, সহ-সভাপতি শেখ মুবিনুর রহমান, সাধারণ সম্পাদক ইরফানুর রহমান রিয়াদ, অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাহেদুল ইসলাম, সদস্য আদনান সামি, সদস্য জনাব জিয়া উদ্দীন প্রমুখ।
খুদে শিক্ষার্থীদের সাথে তাজকিয়ানদের এক আনন্দঘন সময় অতিবাহিত হয়।