মুহাম্মদ ইউসুফ আলী,স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা পল্টন টাওয়ারে দেশের জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) বেলা ১০ টায় পল্টন টাওয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা হয়।
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানিয়া খন্দকার।
এ ছাড়াও বিভিন্ন পত্রিকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী মানেই নব উদ্যম এবং উচ্ছ্বাসে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
তম বস্তুনিষ্ঠতা, সাহসিকতা, নিরপেক্ষতাকে সঙ্গী করে দেশের পাঠকনন্দিত পত্রিকা “দৈনিক আজকের বসুন্ধরা ” যে ভাবে এগিয়ে যাচ্ছে আগামিতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমরা প্রত্যাশা করছি।
বিশেষ এই দিনে “দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সকল কলাকৌশল, পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সম্পাদক সোহেল রানা।
উল্লেখ্য ৬৪ জেলা থেকে আগত সংবাদকর্মীদের দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক ও অতিথিবৃন্দু সন্মাননা স্মারক প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.