বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর রোজ বুধবার শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে। কর্মসূচির মধ্যে থাকবে বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রা। উক্ত মহতি অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ টি এম পেয়ারুল ইসলামের সঙ্গে জেলা পরিষদ মিলনায়তনে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিমুল ধর, সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিহির দে, ভূজপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রণজিৎ শীল, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি সুমন কুমার বণিক ও সঞ্জয় ধর।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.