সত্যের পতাকাকে উড্ডীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন “ইমাম হোসাইন “কারবালার যুদ্ধ হল হক বাতিলের যুদ্ধ প্ৰকৃত সত্যৰে প্ৰতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে সর্বত্র ত্যাগ হবে, এটাই কারবালার মাহফিলের অন্যতম শিক্ষা”
আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণে নগরীর হামজারবাগ- বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ধারাবাহিক ভাবে ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের আলোচনা সভা আজ ২য় দিবস ২৫ জুলাই ২০২৩ খৃস্টাব্দ মঙ্গলবার বাদ মাগরিব হতে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহস্থ মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে কারবালা উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সদস্য জনাব এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইলসাম। পরিচালক মোস্তফা হাকিম গ্রুপ চট্টগ্রাম।
• বিশেষ অতিথি- অধ্যক্ষ আসলাম হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব তাহের মনজুর কলেজ, ছোট
দারোগার হাট,সীতাকুণ্ড চট্টগ্রাম।
• জনাব মোহাম্মদ বাদশা আলম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তাহের মনজুর কলেজ, ছোট দারোগার হাট,সীতাকুণ্ড, চট্টগ্রাম ।
.•প্রধান আলোচক- হযরতুল আল্লামা শাহাজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী
(ম.জি.আ) নায়েবে সাজ্জাদানশীন, গোমদণ্ডী, বোয়ালখালী, চট্টগ্রাম। তিনি বলেন-
• বিশেষ আলোচক- হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ মিশকাতুল ইসলাম কাদেরী।লেকচারার
আল কোরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা।
পটিয়া, চট্টগ্রাম।
• হযরতুল আল্লামা মোহাম্মদ তরিকুল ইসলাম আরবি মুদাররিস নোয়াজিষপুর মুঈনিয়া
আজিজিয়া মাদরাসা, রাউজান, চট্টগ্রাম। • অনুষ্ঠানে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ আলী, ফজলুল
হক ফজু,কেন্দীয় পর্ষদ সদস্যের মধ্যে শেখ মজিবুর রহমান বাবুল, কামাল উদ্দিন আহমদ,মোকসেদুর রহমান দুলাল, হযরতুল আল্লামা কাজী হাবীবুল হোসাইন,আশরাফুজ্জামান আশরাফ, আলহাজ্ব নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দীকি,কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ সদস্যের মধ্যে মোহাম্মদ ওমর ফারুখ, আহসান উল্যাহ চৌধুরী ভিবন,শওকত হোসাইন রুবেল, ডাঃ বরুন কুমার আচার্য, খুরশিদ আলম,মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী, মাওলানা ইলিয়াছ হোসাইনী, মুনতাসির মহসিন জামী,কাজী হোসাইন মোস্তফা, মোহাম্মদ সোহেল মাহমুদ পারভেজ, সাইফুল ইসলাম।
বিভিন্ন জোন সমন্বয়কারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ
মিলাদ ও মোনাজাত- সৈয়দ আবু আহমদ। সদস্য কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। কোরআন তেলাওয়াত – সাখাওয়াত হোসেন, নাতে রাসুল (দঃ) মাওলানা মোহাম্মদ মুনাওয়ারুল ইসলাম। মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন কামরুল হাসান।