বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ২৬ আশ্বিন উপলক্ষে SZHM ট্রাস্ট’র ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ১৬ নং চকবাজার ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সৈয়দ সাদ উদ্দীন মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী ৬ অক্টোবর সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে, প্রিয়নবী(দ) শানে বেয়াদবি ও কোরআন ও ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে সকলকে দুরে থাকতে হবে,—উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫-বি-৪ বাংলাদেশ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসের কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শোকর এ মওলা মন্জিলে জসনে ঈদে মিলাদুন্নবী(দ) ও বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারী(ক)এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,,
নোটিশ :

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ সৈয়দ সলিমুল্লাহ শাহ রোড, বশর মার্কেট রেল গেইট সংলগ্ন। হামজারবাগ- বিবিরহাট পাচঁলাইশ, চট্টগ্রাম।

সত্যের পতাকাকে উড্ডীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন “ইমাম হোসাইন “কারবালার যুদ্ধ হল হক বাতিলের যুদ্ধ প্ৰকৃত সত্যৰে প্ৰতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে সর্বত্র ত্যাগ হবে, এটাই কারবালার মাহফিলের অন্যতম শিক্ষা”
আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণে নগরীর হামজারবাগ- বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ধারাবাহিক ভাবে ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের আলোচনা সভা আজ ২য় দিবস ২৫ জুলাই ২০২৩ খৃস্টাব্দ মঙ্গলবার বাদ মাগরিব হতে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহস্থ মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে কারবালা উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সদস্য জনাব এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইলসাম। পরিচালক মোস্তফা হাকিম গ্রুপ চট্টগ্রাম।
• বিশেষ অতিথি- অধ্যক্ষ আসলাম হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব তাহের মনজুর কলেজ, ছোট
দারোগার হাট,সীতাকুণ্ড চট্টগ্রাম।
• জনাব মোহাম্মদ বাদশা আলম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তাহের মনজুর কলেজ, ছোট দারোগার হাট,সীতাকুণ্ড, চট্টগ্রাম ।
.•প্রধান আলোচক- হযরতুল আল্লামা শাহাজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী
(ম.জি.আ) নায়েবে সাজ্জাদানশীন, গোমদণ্ডী, বোয়ালখালী, চট্টগ্রাম। তিনি বলেন-
• বিশেষ আলোচক- হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ মিশকাতুল ইসলাম কাদেরী।লেকচারার
আল কোরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা।
পটিয়া, চট্টগ্রাম।
• হযরতুল আল্লামা মোহাম্মদ তরিকুল ইসলাম আরবি মুদাররিস নোয়াজিষপুর মুঈনিয়া
আজিজিয়া মাদরাসা, রাউজান, চট্টগ্রাম। • অনুষ্ঠানে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ আলী, ফজলুল
হক ফজু,কেন্দীয় পর্ষদ সদস্যের মধ্যে শেখ মজিবুর রহমান বাবুল, কামাল উদ্দিন আহমদ,মোকসেদুর রহমান দুলাল, হযরতুল আল্লামা কাজী হাবীবুল হোসাইন,আশরাফুজ্জামান আশরাফ, আলহাজ্ব নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দীকি,কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ সদস্যের মধ্যে মোহাম্মদ ওমর ফারুখ, আহসান উল্যাহ চৌধুরী ভিবন,শওকত হোসাইন রুবেল, ডাঃ বরুন কুমার আচার্য, খুরশিদ আলম,মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী, মাওলানা ইলিয়াছ হোসাইনী, মুনতাসির মহসিন জামী,কাজী হোসাইন মোস্তফা, মোহাম্মদ সোহেল মাহমুদ পারভেজ, সাইফুল ইসলাম।
বিভিন্ন জোন সমন্বয়কারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ
মিলাদ ও মোনাজাত- সৈয়দ আবু আহমদ। সদস্য কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। কোরআন তেলাওয়াত – সাখাওয়াত হোসেন, নাতে রাসুল (দঃ) মাওলানা মোহাম্মদ মুনাওয়ারুল ইসলাম। মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন কামরুল হাসান।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা