চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
অদ্য০৯-০৩-২০২২ইংরেজী রাত ৯টায় খুলশী কলোনী বাজারে খুলশী কলোনী ব্যবসায়ি কল্যাণ সমিতির অভিষেক হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, প্রধান বক্তা ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন খুলশী থানার এস. আই নোমান খুলশী ফাঁড়ির ইনচার্জ এস. আই নুরুল আবছার। উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব সাব্বির হান্নান, আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মমতাজ গুড্ডু, ঈদ মোহাম্মদ মুন্না, ইকবাল হোসেন, আমিরুল হক, মাইন উদ্দিন, মোতালেব সরকার, এডভোকেট মো. জাফর হায়দার। নবগঠিত কমিটির সভাপতি হলেন মমতাজ আলম, সহ-সভাপতি হাসিম, গোলাম জিলানী, সাধারণ সম্পাদক ডা. হানিফ, সহ-সাধারণ সম্পাদক মো. আনিস, মো. রাজিব, অর্থ সম্পাদক মো. ওফিক, সহ-অর্থ সম্পাদক মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ বড়–য়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মো. আফসার, প্রচার সম্পাদক নিরঞ্জন বাবু, সহ-প্রচার সম্পাদক মো. রাশেদ তাজু, ক্রীড়া সম্পাদক মো. হারুন, সহ-ক্রীড়া সম্পাদক মো. হাসান, জাামিল ছিদ্দিকী, কার্যকরী সদস্য মো. সোহেল, লাল মিয়া, মো. গাজু, মো. তাহের, মো. দেলোয়ার, মো. নিজাম।
প্র্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, ব্যবসায়িগণ একতাবদ্ধভাবে সকল অনিয়ম প্রতিরোধ করতে সক্ষম। তিনি আশ্বাস প্রদান করেন যে, তিনিও অফিসার ইনচার্জ যৌথভাবে ব্যবসায়িদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকবেন। প্রধান বক্তার বক্তব্যে খুলশী থানার অফিসার ইনচার্জ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তিনি তার অবস্থান হতে মোবাইল টীম ফাঁড়ির মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করবেন।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.