চ্যানেল মানবাধিকার24প্রতিবেদক:-
অদ্য ১৬/০৪/২০২২ ইং নগরীর খুলশী থানাধীন খুলশী কলোনিস্থ এস এস করপোরেশন এর পরিচালক আরিফ হান্নান এর ওমরাহ হজ্ব পালন উপলক্ষে দেশ ত্যাগের পূর্বে এস এস করপোরেশন এর কর্মচারি,মহল্লা কমিটি, ব্যবসায়ী কল্যাণ সমিতি, খুলশী যুব উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে বিদায় শুভেচ্ছা দেওয়া হয় ধর্মীয় ইফতার মাহফিলের মধ্য দিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন এস এস করপোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর সভাপতি আলহাজ্ব সাব্বির হান্নান, খুলশী যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ জাফর হায়দার, খুলশী মহল্লা কমিটির সভাপতি হাজী আবদুল কাইয়ুম ছিদ্দিকি,সাধারণ সম্পাদক ঈদ মোহাম্মদ মুন্না,সি ইউনিট আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব সরকার, ত্রান বিষয়ক সসম্পাদক কামাল হোসেন ,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলম,সাধারণ সম্পাদক ডাঃ হানিফ, সমাজ সেবক ইয়াছিন শিপন,আজগর আলি,ফকির আহমদ, আনিছ,ডাঃ জিলানী, আব্দুর রহমান, খেয়াল, আলাউদ্দিন প্রমুখ । দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খুলশী কলোনী জামে মসজিদ এর খতিব মাওলানা আতাউর রহমান নদভী,এছাড়াও উপস্থিত ছিলেন পেশ ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাহিদ ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.