মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় রাউজান উপজেলার এতিমখানা ও হেফযখানার নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ ও ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, অগণিত আশেক-ভক্তের মহীয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী আগামী ৬ অক্টোবর ২০২৩ খ্রি. ২১ আশ্বিন ১৪৩০ শুক্রবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’এ পারিবারিক আবহে উদযাপিত হবে। এ উপলক্ষ্য আজ ০৩ অক্টোবর মঙ্গলবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’ এর পক্ষ হতে রাউজান উপজেলার উত্তরাঞ্চলের ২৬টি এতিমখানা ও হেফজখানার ৯৫১ নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উত্তর রাউজান এলাকার ২৬টি এতিমখানা: গাউসিয়া হাফেজিয়া এতিমখানা, দমদমা নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া এতিমখানা, হজরত আব্দুল কাদের জিলানী (রহঃ) হেফজ ও এতিমখানা, গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ও এতিমখানা, হযরত ওসমান শাহ হেফজ খানা ও এতিমখানা, হযরত আয়েশা সিদ্দিকী (রহঃ) হেফজখানা ও এতিমখানা, পশ্চিম ডাবুয়া হেফজখানা ও এতিমখানা, ফৌজদার আলী তালুকদার মুসলিম এতিমখানা, উম্মুল আশেকিন সাজেদা খাতুন এতিমখানা ও হেফজখানা, অদুদিয়া ফাজিল মাদরাসা এতিমখানা ও হেফজখানা, তৈয়বীয়া তাহেরিয়া মিনা আকবর বাড়ী এতিমখানা ও হেফজখানা, খাজা আজমীর সুন্নিয়া মাদ্রসা এতিমখানা ও হেফজখানা, চিকদাইর মইনিয়া আজিজিয়া এতিমখানা ও হেফজখানা, দক্ষিণ সর্ত্তা গাউসিয়া সুন্নিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানা, মদিনা মনোয়ারা এতিমখানা ও হেফজখানা, গহিরা সায়েরা খাতুর এতিমখানা ও হেফজখানা, সালাম লাইলা এতিমখানা ও হেফজখানা, মিঠাপুকুর পাড় এতিমখানা ও হেফজখানা, রাউজান সদর এতিমখানা ও হেফজখানা, রাউজান দারুল ইসলাম মাদরাসা এতিমখানা ও হেফজখানা, ইউসুফ জুলেখা হামিদিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানা, গফুর আলী বোস্তামী (রহঃ) এতিমখানা ও হেফজখানা, আলীখিল গাউসিয়া মাজেদিয়া সালেহা খাতুন এতিমখানা ও হেফজখানা, দক্ষিণ হিংগলা মুহিউস সুন্নাহ মুসিরিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানা, হাজী চাঁদ মিয়া সারাং এতিমখানা ও হেফজখানা, হযরত শাহ সুফি সৈয়দ মৌলানা মুজিবুর শাহ সুলতানপুরী (রাহঃ) এতিমখানা ও হেফজখানা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলার এলাকার সাংগঠনিক সমন্বয়ক মামুন মিয়া, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, আনিস উল খান বাবর, সাকিদুজ্জামান শফি, মাস্টার মোহাম্মদ আলী, আক্কাস উদ্দিন মানিক, নাজিমুদ্দিন কালু প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল ৪ অক্টোবর বুধবার ২য় দিবসে রাউজান উপজেলার দক্ষিণাঞ্চলের ২৭টি এতিমখানার ১৫১৫ নিবাসীদের একবেলা খাবার বিতরণ করা হবে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা