চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় পূজা পরিষদ (সেবা খোলা) প্রাঙ্গণে অনুষ্ঠিত আসন্ন শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিমুল ধরের সভাপতিত্বে এবং ডা. বরুণ কুমার আচার্য বলাই এবং সজল পালের যৌথ সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণব। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুমন কুমার বণিক। প্রধান বক্তা ছিলেন মাস্টার রতন কান্তি চোধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দয়াল রায়, শ্রী রণজিত চোধুরী, প্রকৌশলী কাজল শীল, পণ্ডিত লিংকন চক্রবর্ত্তী, প্রিয় রঞ্জন ভট্টাচার্য, গুরুপদ শীল, ডা. প্রতাপ রায়, ডা. বিধান কুমার ভট্টাচার্য, সত্যজিৎ খাস্তগির। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সজল দে, বাচ্চু ঘোষ, রুপন ভোমিক, রুপক দে, রবিন পাল, প্রদীপ কান্তি রায়, সৌরভ পাল, শেখর কান্তি সরকার, বিপ্লব কান্তি দেব, রাজীব দে, অশোক কুমার চোধুরী, অভিজিৎ পাল, হরিলাল নাথ প্রমুখ। বক্তারা আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমীর সফলতা কামনা করেন এবং সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লিটন পাল, প্রেমাংকুর চোধুরী, রবি শংকর দাশ, শিবু ভট্টাচার্য, ভবি রঞ্জন নাথ, পলাশ নাথ, সবুজ দাশ, সুভাষ ধর, জয় হাজারী, রবি দে, সুবেল চক্রবর্ত্তী, সাগর দেব, লিটন দেব (সাগর), ডা. বিজয় কুমার ত্রিপুরা (বাদল) প্রমুখ।